মরসুমের পর মরসুম কেটে যায়, কোচের পর কোচ বদল হয়ে যায় কিন্তু ইস্টবেঙ্গল যেই তিমিরে ছিল পড়ে থাকে সেই তিমিরেই। বিগত দুই আইএসএল(Indian Super League 2022) মরসুমের থেকে এ বারের আইএসএল-এ কিছু ভাল খেললেও সেই খেলা ইস্টবেঙ্গলের মতো ক্লাবের মানায় না। কিন্তু দীর্ঘদিন ট্রফির খরায় থাকা ক্লাবের এই পারফরম্যান্সের সঙ্গেই গা সওয়া হয়ে গিয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সমর্থকদের।
ঘরের মাঠে শুক্রবার মুম্বই সিটি এফসি ৩-০ গোলে পরাজিক করে ইস্টবেঙ্গলকে। নৈশালোকে সুসজ্জিত যুবভারতী ক্রীড়াঙ্গণে মুম্বই সিটি এফসির সামনে দাঁড়াতেই পারেনি ইস্টবেঙ্গল। মায়া নগরীর দলটির হয়ে জোড়া গোল করেন লালেংমাউইয়া রালতে, অপর গোলটি করেন গ্রেগ স্টিওয়ার্ড। এই ম্যাচে ৪-০ গোলে জেতা উচিৎ ছিল মুম্বইয়ের দলটির। কিন্তু শেষ মুহূর্তে গুরকিরত সিং পেনাল্টি মিস করায় গোল সংখ্যা ৩ থেকে ৪ হয়নি। হায়দরাবাদ এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে হারের পর ঘরের মাঠে ঘুরে দাঁড়ানর লক্ষ্যে মাঠে নেমেছিল স্টিফেন কনস্ট্যানটাইনের দল। কনস্ট্যানটাইন সমর্থকদের বলেছিলেন ধৈর্য্য ধরার জন্য। কিন্তু সেই ধৈর্য্য যে অন্তহীন তা তিনি বলতে ভুলে গিয়েছিলেন হয়তো। অনন্ত অপেক্ষাই এখন ইস্টবেঙ্গল সমর্থকদের একান্ত সঙ্গী।
ম্যাচে ২৬ মিনিটের মাথায় গ্রেগ স্টিওয়ার্ডের পাস থেকে গোল করে যান আপুইয়া। ৫০ মিনিটে সিটি ফুটবল গ্রুপের দলটির পক্ষে খেলার ফল ২-০ করেন গ্রেগ স্টিওয়ার্ড। আহমেদ জাহুয়ের পাস থেকে তিনি গোল করেন। হর্হে পেরেইরা ডিয়াজের পাস থেকে ম্যাচে নিজের দ্বিতীয় গোল এবং মুম্বইয়ের হয়ে তৃতীয় গোলটি করেন আপুইয়া। ৮৯ মিনিটে পেনাল্টি পায় মুম্বই সিটি এফসি। যদিও সেই পেনাল্টি মিস করেন গুরজিকরত সিং।
এই ম্যাচে জয়ের ফলে ১০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মুম্বই সিটি এফসি। অপর দিকে, ১০ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আইএসএল লিগ(Indian Super League 2022) টেবিলের অষ্টম স্থানে রয়েছে ইস্টবেঙ্গল
Image source – Google