বর্তমানে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি।এই অবস্থায় আন্দোলনরত বঞ্চিত চাকরিপ্রার্থীদের নিয়ে সরকারের মনোভাব কী, তাঁদের সুবিচার দিতে সরকার কী কী পদক্ষেপ করতে চায়,চাকরিপ্রার্থীদের ভবিষৎ কি।এ প্রসঙ্গে স্পষ্টভাবে মুখ খুললেন এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।

সংবাদমাধ্যমের সম্মুখীন হয়ে শিক্ষামন্ত্রী বলেন,”আদালত যেভাবে আমাদের পথনির্দেশিকা দেবে,সেই মতো অনুমোদন দেওয়া হবে।মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে আমরা কারও চাকরি খেতে চাই না।একইসঙ্গে চাই,যোগ্যরাও যেন বঞ্চিত না হন।এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই অভিপ্রায়।”

তিনি আরো বলেন,”আদালত যেভাবে আমাদের পথনির্দেশিকা দেবে,সেই মতো অনুমোদন দেওয়া হবে।মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে আমরা কারও চাকরি খেতে চাই না।অতীতে গোলমাল করেও যদি কেউ চাকরি পান,আমরা সেটা রক্ষা করতে চাই।যা নিয়ে বিতর্ক আছে,সমস্যা আছে,আমরা সেই চাকরিও রক্ষা করতে চাই।একইসঙ্গে চাই,যোগ্যরাও যেন বঞ্চিত না হন।এটা মুখ্যমন্ত্রীরই অভিপ্রায়।”

 

আরো পড়ুন:“মুখ্যমন্ত্রী চান না কারও চাকরি যাক”, মন্তব্য ব্রাত্য বসুর