চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে(India vs Bangladesh Test Series) শুরুটা খারাপ না হলেও মাত্র সাত রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে চাপে ভারত। বিরাট কোহলি মাত্র ১ রান করে আউট হলেন। রিভিউ নিয়েও রক্ষা পাননি। অধিনায়ক লোকেশ রাহুল ও শুভমান গিলও বড় রান পেতে ব্যর্থ। টস জিতে ব্যাট করতে নেমে মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের রান ৩ উইকেটে ৮৫।
টস জিতে এদিন ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক লোকেশ রাহুল। অভিমন্যু ঈশ্বরনকে টেস্ট অভিষেকের জন্য আরও অপেক্ষা করতে হবে। চমক ছাড়াই প্রথম একাদশ নামায় ভারত। তিন স্পিনার ও দুই পেসার নিয়ে খেলছে ভারত। ঈশ্বরনের ভারতীয় এ দলের বিরুদ্ধে বাংলাদেশ এ দলের হয়ে দুরন্ত শতরানকারী জাকির হাসানের টেস্ট অভিষেক হয়েছে। শাকিব আল হাসানও ফিটনেস নিয়ে থাকা সংশয় দূর করে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন।
ভারতের ওপেনিং জুটিতে ওঠে ৪১ রান। ১৩.২ ওভারের মাথায় প্রথম উইকেটটি পড়ে। তিনটি চারের সাহায্যে ৪০ বলে ২০ রান করে সাজঘরে ফেরেন শুভমান গিল। ১৮.১ ওভারে লোকেশ রাহুলের উইকেটটি তুলে নেন খালিদ আহমেদ। তিনটি বাউন্ডারির সাহায্যে ৫৪ বলে ২২ রান করে বোল্ড হয়ে যান ভারত অধিনায়ক।
পাঁচ বলের বেশি টিকতে পারলেন না বিরাট কোহলি। তাইজুল ইসলামের বলে লেগ বিফোর হলেন ব্যক্তিগত ১ রানে। বিরাট ডিআরএসের দ্বারস্থ হন। যদিও রিপ্লেতে দেখা যায় আম্পায়ার মাইকেল গফ সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। ভারতের তৃতীয় উইকেটটি পড়ে ১৯.৩ ওভারে ৪৮ রানের মাথায়।
শ্রেয়স আইয়ারকে না নামিয়ে পাঁচে ব্যাট করতে পাছানো হয়েছে ঋষভ পন্থকে। তিনি স্বভাবসিদ্ধভাবেই আক্রমণের রাস্তাই বেছে নিয়েছেন। লাঞ্চের আগে ভারত ২৬ ওভারে তিন উইকেট হারিয়ে ৮৫ রান তুলেছে। ৩২ বলে ১২ রানে ব্যাট করছেন সহ অধিনায়ক চেতেশ্বর পূজারা। তিনি একটি বাউন্ডারি মেরেছেন। ঋষভ পন্থ অপরাজিত আছেন ২৬ বলে ২৯ রানে। তাঁর ইনিংসে এখনও অবধি রয়েছে চারটি চার ও একটি ছয়। তাইজুল ইসলাম চারটি মেডেন-সহ ১০ ওভারে ৩৪ রানের বিনিময়ে ২ উইকেট দখল করেন। একটি মেডেন-সহ ৮ ওভারে ১৭ রান খরচ করে একটি উইকেট নেন খালিদ আহমেদ। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লক্ষ্য এগিয়ে যাওয়ার জন্য ভারতের কাছে এই সিরিজটি খুব গুরুত্বপূর্ণ। ভারত প্রথম টেস্টে(India vs Bangladesh Test Series) পূর্ণশক্তি নিয়ে নামতে পারেনি রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি ও রবীন্দ্র জাদেজার চোট থাকায়।
Image source – Google