ফিফা বিশ্বকাপে(FIFA World Cup 2022) বুধবার দ্বিতীয় সেমিফাইনালে মরক্কোর বিরুদ্ধে খেলতে নামবে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স। তার আগে আজ অনুশীলনে গরহাজির দুই ফুটবলার। স্বাভাবিকভাবেই ফাইনালে ওঠার লড়াইয়ে নামার আগে এই দুই ফুটবলারের অনুপস্থিতি ফ্রান্স শিবির ও সমর্থকদের চিন্তায় রাখতে বাধ্য।
কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে গোল করেছিলেন অরেলিয়াঁ চুয়ামেনি। তাঁর সঙ্গেই এদিন অনুশীলনে ছিলেন না সেন্টার ব্যাক দায়োত উপামেকানো। ফ্রান্সের জাতীয় ফুটবল সংস্থার তরফে দলের অনুশীলনে এই দুই ফুটবলারের না থাকার কোনও কারণ জানানো হয়নি। যদিও ফরাসি সংবাদমাধ্যমের দাবি, উপামেকানোর গলায় ব্যথা রয়েছে। চুয়ামেনির রয়েছে চোট। কাফ স্ট্রেইনের সমস্যায় ভুগছেন। মনে করা হচ্ছে, তিনি বুধবার খেলতে পারবেন। যদিও পুরো সময় চেনা ছন্দে খেলা নিয়ে সংশয় থাকছেই। চোট যাতে না বাড়ে সে কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তাঁকে অনুশীলন থেকে দূরে রাখা হচ্ছে বলে ধারণা ফুটবল বিশেষজ্ঞদের।
৬ মাস আগেও চুয়ামেনি বিশ্বকাপের(FIFA World Cup 2022) দলে থাকবেন, এমনটা কেউ ভাবেননি। মিডফিল্ডার পল পোগবা ও এনগোলো কন্তে ছিটকে যাওয়ায় মাঝমাঠ সামলানোর দায়িত্ব বর্তায় চুয়ামেনি ও আদ্রিয়ে রাবিওর কাঁধে। বিশ্বকাপ(FIFA World Cup 2022) অভিযানে নামার আগে থেকেই দেশঁর দল চোট সমস্যায় জর্জরিত। ছিটকে গিয়েছেন করিম বেঞ্জেমা, পল পোগবা, এনগোলো কন্তে, ক্রিস্টোফার এনকুনকুর মতো ফুটবলাররা। মরক্কোর বিরুদ্ধে ম্যাচে দেশঁ যদি আরও দুই ফুটবলারকে না পান তাহলে তা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে।
যদি দায়োত উপামেকানো সুস্থ না হন তাহলে তাঁর জায়গায় ইব্রাহিমা কোনাতে বা উইলিয়াম সালিবার মধ্যে কোনও একজনকে নামাতে পারেন দেশঁ। আজকের অনুশীলনে ওয়ার্ম আপ সারলেও বল পায়ে অনুশীলন করেননি ফ্রান্সের বেশ কয়েকজন ফুটবলার। তাঁরা হলেন রাফায়েল ভারানে, উসমান দেম্বেলে ও থিও হার্নান্দেজ। সোনার বুটের দৌড়ে এগিয়ে থাকা ফ্রান্সের তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপেও এদিন অনুশীলন করেননি। গোড়ালির চোটের বিষয়ে সতর্ক থেকে গত সপ্তাহেই অনুশীলনের সেশনে গরহাজির ছিলেন এমবাপে।
Image source – Google