পাঁচ বছর পর রবিবার টেট পরীক্ষা চলার সময় বেনজির অভিযোগ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।বিরোধীদের একাংশ টেট পরীক্ষা বানচালের চেষ্টা করেছিল বলে গুরুত্বর অভিযোগ আনেন তিনি।রবিবার বিকাশ ভবনে সাংবাদিকদের নিয়ে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

বৈঠকে শিক্ষামন্ত্রী বলেন,-“মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যাতে সুষ্ঠুভাবে টেট নিতে না পারে,পরীক্ষা বানচাল করা যায়,তার অনেক চেষ্টা করা হয়েছিল।বিরোধীরা বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছিল।কিন্তু কড়াহাতে পর্ষদ সেই বিপত্তি এড়িয়ে পরীক্ষা নিল।এখনও পর্ষন্ত নির্বিঘ্নেই চলছে পরীক্ষা।”

টেট পরীক্ষা নিয়ে নজরদারি প্রসঙ্গে ব্রাত্য বসু বলেন,-“প্রাথমিক শিক্ষা পর্ষদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি।রাজ্যে ১৪৬০টি পরীক্ষা কেন্দ্রকে সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকে নজর রাখা হচ্ছে।কোন পরীক্ষা কেন্দ্রে কী হচ্ছে তা দেখা যাচ্ছে।দশ লাখ টাকার বিনিময়ে প্রশ্ন ফাঁসের অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী।ওঁর উচিত যেখানে থেকে ফোন পাচ্ছেন সেইসব ফোন নম্বরগুলো আমাদের দিন।এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।কিন্তু এরকম যদি হাওয়ার ভাসানো কথা হয় তাহলে বলব বিজেপি হয়তো চাইছে না পরীক্ষা আমরা ঠিক করে নিই।”

এছাড়াও টেট পরীক্ষা দিন প্রশ্নপত্র ফাঁস নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।বলেন,-“একটি ভুয়ো প্রশ্ন ঘুরছিল,কার প্ররোচনায় জানি না।এটি প্রমাণিত হয়েছে,সম্পূর্ণ ভুয়ো প্রশ্ন।নানান ভাবে পরীক্ষাকে বানচাল করার চেষ্টা হয়েছে।পরীক্ষাকে পিছিয়ে দেওয়ার,ভেস্তে দেওয়ার চেষ্টা হয়েছে।সেগুলিকে অতিক্রম করে প্রাথমিক শিক্ষা পর্ষদ খুব সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে পারছে,এটি খুব আশাব্যাঞ্জক।”তিনি আরো বলেন,-“একাধিক দফতরের সঙ্গে সমন্বয় রেখে প্রাথমিক শিক্ষা পর্ষদ আজ টেট নিচ্ছে।এখনওপর্যন্ত প্রশ্ন ফাঁসের কোনও খবর নেই।সব জায়গায় নির্বিঘ্নে পরীক্ষা হচ্ছে।ব্যাগ নিয়ে ঢুকতে না পারার জন্য কোনও কোনও জায়গায় কিছু সমস্যা হয়েছে।সেসব খুবই বিচ্ছিন্ন ঘটনা।বিষয়গুলির সমাধান হয়েছে।”

তিনি আরো যোগ করেন,-“সবাই হয়তো চাকরি পাবেন না।এটা আজ আমাদের একটা প্রাথমিক পদক্ষেপ হল।নিয়োগের ব্যাপারে আদালতের হস্তক্ষেপে আমরা যাবতীয় সিদ্ধান্ত নেব।”পাশাপাশি বিরোধীদের নানারকম মন্তব্যের পরও যেভাবে নির্বিঘ্নে রবিবার পরীক্ষা হয়,তার জন্য মুখ্যমন্ত্রী এবং পর্ষদ সভাপতিকে সংবাদমাধ্যমের সামনে এদিন ধন্যবাদ জানান শিক্ষামন্ত্রী।

তাঁর কথায়,-“যা আগে হয়েছে,তাকে ছাপিয়ে গিয়েছে পর্ষদ।অতীতকে মনে রেখে, তাকে সংস্কার করে যে ভাবে পর্ষদ এই পরীক্ষা নিল,তাকে আমি সার্বিক অভিনন্দন জানাব।কৃতজ্ঞতা জানাব।মাননীয় মুখ্যমন্ত্রী সহযোগিতা না থাকলে এ ভাবে পরীক্ষা নেওয়া সম্ভব ছিল না।”

 

আরো পড়ুন:TET:পর্ষদের নির্দেশিকার পরও টেট পরীক্ষার শুরুতেই পরীক্ষা কেন্দ্রগুলিতে বিক্ষোভ