ইতিমধ্যে শীতকাল  চলে এসেছে। । আরে শীতকালে গরম গরম কফি খেতে কার না ভালো লাগে । ত্বকের শুষ্কতা, বার বার তেষ্টা পাওয়া এসব তো আছেই। এই শীতে প্রাণ জুড়াতে বানিয়ে ফেলুন  কফি। শরীর সতেজ আর গরম রাখার জন্য বাড়িতেই বানিয়ে ফেলুন এই  রেসিপিটি।

ম কফি বানানোর জন্য যা যা লাগবে ১/৪ কাপ হেভি ক্রিম (চাইলে কন্ডেন্সড মিল্ক ব্যবহার করতে পারেন,১ কাপ দুধ, ১ চা চামচ নিজের পছন্দের ফ্লেভারের এসেন্স (ভ্যানিলা, চকলেট, মিন্ট, আলমন্ড

 

কফি ( coffee )বানানোর জন্য একটি পাত্রে না বোতলে ক্রিম বা কন্ডেন্সড মিল্ক নিন।এতে দিন ১ চা চামচ নিজের পছন্দের ফ্লেভারেরএসেন্স। তারপর দুধ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিন। – ব্যস, হয়ে গেলো আপনার ক্রিম কফি । একেবারেই আপনার পছন্দের ফ্লেভারের। এবার কফিতে মিশিয়ে মজা নিন কফির।

মনে রাখবেন যদি কন্ডেন্সড মিল্ক ব্যবহার করেন তাহলে তা মিষ্টি হবে, তখন স্বাদ বুঝে কফিতে কম চিনি দেবেন। ক্রিম ব্যবহার করলে মিষ্টি হবে না। এবং ( coffee )

 

Image source-google