অতীত থেকে শিক্ষা নিয়ে এবার আরও কড়া পদক্ষেপ নিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ গৌতম পাল (Gautam Pal)।মূলত,রাত পোহালেই প্রাথমিকের টেট (TET) পরীক্ষা।আর এই পরীক্ষার আগে এবার কোনও রকমের ফাঁকফোকর রাখতে চায় না পর্ষদ।তাই এবার পর্ষদের তরফ থেকে,পরীক্ষাকেন্দ্রগুলির কাছে একগুচ্ছ নির্দেশিকা পাঠানো হল।

দেখা যায়,পর্ষদের নির্দেশিকায় বলা হয়েছে,প্রতি ২৫ জন পরীক্ষার্থী পিছু থাকবেন একজন করে ইনভিজিলেটর।এই ব্যবস্থায় পরীক্ষাকেন্দ্রের নজরদারিতে সুবিধা হবে ও পরীক্ষা পরিচালনাও নিখুঁত হবে।এছাড়াও নির্দেশিকায় বলা হয়েছে,পরীক্ষা শুরুর আড়াই ঘণ্টা আগে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে হবে পরীক্ষার্থীদের।পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা প্রতিটি শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের গলায় বৈধ পরিচয় পত্র ঝোলানো থাকতে হবে।মোবাইল এবং ধাতব কোনও জিনিস নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকা যাবে না বলেও জানানো হয়েছে।

ডিএলএড-এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়,তাই বলা হয়েছে পরীক্ষা কেন্দ্রগুলিতে আগে থেকে প্রশ্নপত্র পাঠানো যাবে না।পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা আগেই প্রশ্নপত্র দেওয়া হবে পরীক্ষাকেন্দ্রগুলিতে।এছাড়াও এবারে পরীক্ষার্থী পিছু প্রশ্নপত্রের খামের বন্দোবস্ত করেছে পর্ষদ।এবং প্রশ্নপত্র নিয়ে আসা,প্রশ্নপত্র নিয়ে যাওয়া উভয়ক্ষেত্রেই থাকবে কড়া পুলিশি নিরাপত্তা। পর্ষদের তরফ থেকে আরো বলা হয়েছে,এবারের টেট-এ পরীক্ষার্থীদের বায়োমেট্রিক পরীক্ষা এবং প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি থাকা বাধ্যতামূলক।ইতিমধ্যেই প্রাথমিকের টেটের অ্যাডমিট কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।অনলাইনের মাধ্যমে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।অ্যাডমিট কার্ডেও উল্লেখ থাকছে একাধিক বিধিনিষেধের বিষয়ে।

সূত্র মারফত খবর,পরীক্ষা চলাকালীন সকাল ১০টা থেকে দুপুর ৩টে পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের আশপাশে কোনও জেরক্সের দোকান খোলা রাখা যাবে না।মূলত,শিক্ষক নিয়োগ দুর্নীতি,এবং গতবারের ডিএলএড পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে যে তোপের মুখে পড়তে হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদকে।সেই ঘটনা যাতে না আর পুনরাবৃত্তি হয়,তার জন্য এবার বেশ কড়া ব্যবস্থা করলেন পর্ষদ।এখন এটাই দেখার এরপরেও কোন দুর্নীতি হয় নাকি!

 

আরো পড়ুন:Bankura:আঙুল উঁচিয়ে বিডিওকে হুমকি!এটাই ওদের কালচার বলে কটাক্ষ তৃণমূলের