সাত সকালে দুটি বাসের রেষারেষির মাঝে পড়ে যায় তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষের (Kunal Ghosh) কনভয়।যে গাড়িতে তৃণমূল নেতা ছিলেন, সেই গাড়িতে ধাক্কা মারে একটি বেসরকারি বাস। ক্ষতিগ্রস্ত হয় কুণাল ঘোষের গাড়ির কিছুটা অংশ। বাসটি যেদিকে ধাক্কা মারে সেদিকেই বসে ছিলেন কুণাল। অল্পের জন্য রক্ষা পান তৃণমূল নেতা।আর এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় শিয়ালদায়।

সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ।এমন ঘটনায় বাস ও চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় পুলিশ।

সূত্রে মারফত খবর,আজ হলদিয়ায় কর্মসূচি রয়েছে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের।সেই কারণে ১০ টা নাগাদ হলদিয়ার উদ্দেশ্যে রওনা হন তিনি।তবে শিয়ালদহ স্টেশনের সামনে যাওয়ার সময় এমন দুর্ঘটনা ঘটে।সম্পূর্ণ সুস্থ রয়েছেন কুণালবাবু।ইতিমধ্যেই গাড়ি নিয়ে হলদিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি।

এই দুর্ঘটনা প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, “সব সময় যেরকম রেষারেষি চলে সেরকই হচ্ছিল।পুলিশে জানানো হয়েছে।তবে বাসটিতে অফিস যাত্রীরা ছিলেন,তাই তখন বাসটিকে আটকাতে বারণ করি।কারণ,সেক্ষেত্রে সাধারণ মানুষের ভোগান্তি হবে। বাসের নম্বর ও চালকের নাম রাখা হয়েছে।”

 

আরো পড়ুন:Bagtui Incident:বগটুই কান্ডে নিহত ভাদু শেখের ভাইকে গ্রেফতার করল সিবিআই