তৃণমূল নেতার (Trinamul leader) বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে এবার সাতজনকে গ্রেফতার করল ভাঙড় (Bhangar) থানার পুলিশ।জানা গিয়েছে, গত মঙ্গলবার এলাকার তৃণমূল নেতা ফজলে করিমের বাড়ির লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। রাতে প্রায় ১২ রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ।পরের দিন সকালে তাঁর বাড়ির সামনে সন্ত্রাসের ছাপ স্পষ্ট ছিল। বাড়ির জানালা-দরজায় গুলির চিহ্ন পাওয়া যায়। বাড়ির উঠোনে পড়ে ছিল তাজা বোমা, গুলির খোল।
ঘটনায় প্রকাশ্যে আসে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের কথা।আক্রান্ত তৃণমূল নেতা নিজের দাবি করেন,কাইজার একের পর এক অন্যায় অত্যাচার চালিয়ে যাচ্ছে। আমি মুখ খুলেছিলাম। আমি সত্ নেতা।তাই এই হামলা।
আর কাইজার যে দলের কর্মী, তা স্বীকার করে নেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম। ঘটনার পরই পুলিশ অতি তত্পরতার সঙ্গে তদন্ত শুরু করে।
পুলিশের কাছে একাধিক জনের নাম জানিয়েছিলেন আক্রান্ত তৃণমূল নেতা।তাঁদের মোবাইলের টাওয়ার লোকেট করে ঘটনার তিনদিন পরই ভাঙড় থেকে গ্রেফতার করা হয় সাত অভিযুক্তকে।
আরো পড়ুন:Kidzee:অবশেষে বারাসাতে ৩ বছরের শিশুকে মারধরের অভিযোগ স্বীকার করলেন স্কুল কর্তৃপক্ষ