বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে বৈঠকে বসছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)।জানা যাচ্ছে,রাজ্যে ক্রমাগত বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম বেড়েই চলেছে। অপরাধীদের ঠেকাতে ব্যর্থ পুলিশ- প্রশাসন- বারবারই এই অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার।
রাজ্যপালের সঙ্গে দেখা করে সম্প্রতি রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ সম্বলিত ৬৩ পাতার নথি সিভি আনন্দ বোসের হাতে আগেই তুলে দিয়েছেন সুকান্ত মজুমদার।আজ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বৈঠকে ফের রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি একাধিক ইস্যু নিয়ে দুজনের আলোচনা যথেষ্টই তাত্পর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
বিজেপি সূত্রে খবর,রাজনৈতিক ও বাংলার আইনশৃঙখলার পাশাপাশি সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়েও দুজনের মধ্যে আলোচনা হতে পারে।বাংলায় সিএএ চালু করা নিয়েও গুরুত্বপূর্ন বৈঠক হতে পারে।একই সঙ্গে আসন্ন পঞ্চায়েতের লড়াই নিয়েও সুকান্তকে বেশ কিছু টিপস দিতে পারেন মোদীর প্রধান সেনাপতি।
আরো পড়ুন:Sukanta Majumder:পঞ্চায়েত নির্বাচনে দলের তরফে মহাগুরুর কি কাজ রাখা হয়েছে,জানালেন সুকান্ত