কিছুদিন আগেই তৃণমূলের জাতীয় মুখপাত্র সাখেত গোখেলকে (Saket Gokhale) গ্রেফতার করা হয়েছিল।তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, গুজরাটের মৌরবিতে ঝুলন্ত সেতু ভেঙে পড়া নিয়ে একটি টুইটের জেরে সাকেতকে গ্রেফতার করা হয়েছে।তবে এখন অবশেষে জামিন পেয়েছেন তিনি।বৃহস্পতিবার টুইটারে তাঁর জামিনের খবর জানান তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

সোমবার গভীর রাতে রাজস্থানের জয়পুর থেকে সাকেতকে গ্রেফতার করে গুজরাত পুলিশ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) মোরবি সফর ঘিরে একটি বিতর্কিত টুইটের জেরেই তাঁকে গ্রেফতার করা হয়।গত অক্টোবরে মোরবি সেতু ভেঙে ১৩০ জনেরও বেশি লোক মারা গিয়েছিল।ঘটনাস্থলে যান প্রধানমন্ত্রী।সেই ঘটনা নিয়ে টুইট করেন সাকেত।

উল্লেখ্য,গত ৬ ডিসেম্বর জয়পুর বিমানবন্দর থেকে তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখেলকে গ্রেফতার করে গুজরাত পুলিশের সাইবার সেল।গ্রেফতারের পর ওইদিনই আদালতে তোলে পুলিশ।তাঁকে তিন দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় গুজরাত পুলিশ।কিন্তু আদালত দু দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়।বৃহস্পতিবার সেই মেয়াদ শেষ হলে এদিন আবার তাঁকে আদালতে তোলা হয়।পুলিশের তরফে পুনরায় সাকেতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়।

অন্যদিকে সাকেতের আইনজীবী আদালতে জানান, যে টুইট নিয়ে বিতর্ক সেই টুইট সরিয়ে ফেলা হয়েছে ইতিমধ্যে।পাশাপাশি তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের জামিনের জন্য আবেদন জানান তিনি।উভয় পক্ষের সওয়াল জবাব শুনে বিচারক সাকেত গোখেলের জামিনের নির্দেশ দেন।এদিকে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসার জেরেই গুজরাত পুলিশ সাকেতকে গ্রেফতার করেছে বলে দাবি করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

 

আরো পড়ুন:Mamata Banerjee:চিংড়িহাটায় আহতদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা মমতার