পর্তুগাল ফিফা বিশ্বকাপের(FIFA World Cup 2022) কোয়ার্টার ফাইনালে উঠল ১৬ বছর পর। ১৯৬৬ ও ২০০৬-এর বিশ্বকাপের পর এবারই প্রথম। লুসাইল স্টেডিয়ামে এদিন পর্তুগাল ৬-১ গোলে চূর্ণ করল সুইৎজারল্যান্ডকে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বেঞ্চে বসিয়ে গনসালো রামোসকে রেখেছিলেন পর্তুগালের হেড কোচ ফার্নান্দো তোরেস। সেই রামোসই এদিন হ্যাটট্রিক করলেন।

ম্যাচের ১৭ মিনিটে অনবদ্য গোলে পর্তুগালকে এগিয়ে দেন রামোস। ৩৩ মিনিটে ব্যবধান বাড়ান অধিনায়কের আর্মব্যান্ড পরা পেপে। ২১ বছর ১৬৯ দিনের মথায় বিশ্বকাপের(FIFA World Cup 2022) নক আউটে তিনি পর্তুগালের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোল করার নজির গড়েন রামোস। অন্যদিকে, পেপে রজার মিল্লার পর বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে গোল করার নজির গড়ে ফেললেন। সুইসদের বিরুদ্ধে পেপে ম্যাচটি খেললেন ৩৯ বছর ২৮৩ দিনের মাথায়। রামোস প্রথমার্ধেই আরও গোল পেতে পারতেন। কিন্তু সুইস গোলকিপার কয়েকটি ভালো সেভ করায় বিরতিতে ২-০ গোলেই এগিয়ে ছিল পর্তুগাল।

দ্বিতীয়ার্ধে অব্যাহত থাকে পর্তুগালের ঝড়। ৫১ মিনিটে রামোসের দ্বিতীয় গোল। ৫৫ মিনিটে রাফায়েল গুয়েরেইরো পর্তুগালকে ৪-০ ব্যবধানে এগিয়ে দেন। ৫৮ মিনিটে ম্যানুয়েল আকাঞ্জি সুইৎজারল্যান্ডের একমাত্র গোলটি করেন। যদিও ৬৭ মিনিটে রামোস হ্যাটট্রিক সম্পন্ন করলে সুইসদের জালে পঞ্চমবার বল জড়াতে সক্ষম হয় পর্তুগাল। ৩২ বছর পর বিশ্বকাপের(FIFA World Cup 2022) নক আউট পর্বে কোনও ফুটবলার হ্যাটট্রিক করলেন। ১৯৯০ সালে শেষবার এই নজিরটি গড়েন চেক প্রজাতন্ত্রের টমাস স্কুয়ারভি।

অবশ্য গ্যালারিতে ছিল রোনাল্ডো, রোনাল্ডো ধ্বনি। অবশেষে ৭৪ মিনিটে জোয়াও ফেলিক্সের পরিবর্ত হিসেবে মাঠে নামেন সিআর সেভেন। তাঁর হাতে অধিনায়কের আর্মব্যান্ডটি পরিয়ে দেন পেপে। যদিও রোনাল্ডো গোলদাতাদের তালিকায় এদিন নিজের নামটি তুলতে পারেননি। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে পর্তুগালের ষষ্ঠ গোলটি করেন রাফায়েল লিয়াও। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মরক্কোর বিরুদ্ধে খেলবে পর্তুগাল।

 

Image source – Google