কাতারে চলতি ফিফা বিশ্বকাপে(Qatar World Cup 2022) নক আউট পর্বে আজই প্রথম ম্যাচের ফয়সালা হলো পেনাল্টি শ্যুটআউটে। এগিয়ে থেকেও শেষ অবধি পরাস্ত হলো জাপান। শেষ আটে চলে গেল গতবারের রানার-আপ ক্রোয়েশিয়া। ৪৩ মিনিটে ডাইজেন মাইডার গোলে এগিয়ে গিয়েছিল জাপান। ৫৫ মিনিটে ইভান পেরিসিচ সমতা ফেরান। এরপর কোনও দলই FIFA World Cup 2022: South Korea thrash Brazil 4-1 in round of sixteen
গোল পায়নি।
টাইব্রেকারে জাপানের প্রথম দুই ফুটবলারের শটই রুখে দেন ক্রোট গোলকিপার ডমিনিক লিভাকোভিচ। জাপানের প্রথম শটটি নিতে গিয়েছিলেন মিনামিনো। দ্বিতীয় শট নেন মিতোমা। এরপর জাপানের হয়ে তৃতীয় শট নিতে গিয়ে বল জালে পাঠান তাকুমা আসানো। এরপর জাপানের কিছুটা আশা তৈরি হয় পরিবর্ত হিসেবে নামা মার্কো লিভাজার শট পোস্টে প্রতিহত হওয়ায়। যদিও জাপানের হয়ে চতুর্থ শটটি নিতে যাওয়া ইয়োসিদার প্রয়াসও রুখে দেন লিভাকোভিচ। এরপর মারিও পাসালিচের শট জালে জড়াতেই বিদায় নিশ্চিত হয়ে যায় জাপানের। পেনাল্টি শ্যুটআউটে ৩-১ ব্যবধানে জয় ছিনিয়ে কোয়ার্টারে ফাইনালে পৌঁছে যায় ক্রোটরা।
ক্রোয়েশিয়া অপরাজেয় থেকেই গ্রুপ পর্বের দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোয় উঠেছিল। গ্রুপ এফ-এ কানাডাকে ৪-১ গোলে হারানোর পর গোলশূন্য ড্র করে বেলজিয়াম ও মরক্কোর সঙ্গে। অন্যদিকে, জার্মানি ও স্পেনকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে প্রি কোয়ার্টারে জায়গা করে নেয় জাপান। এদিন নিয়ে বিশ্বকাপে জাপান-ক্রোয়েশিয়ার দ্বৈরথ হলো তৃতীয়বার। এর আগে ১৯৯৮ সালে জাপান ১ গোলে হেরে গিয়েছিল, ২০০৬ সালে বিশ্বকাপের(Qatar World Cup 2022) গ্রুপ পর্বের ম্যাচ ছিল গোলশূন্য। এদিনের ম্যাচে প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে ক্রোয়েশিয়া এগিয়ে থাকলেও তাদের খেলা ছিল মন্থর। জাপানের মধ্যে তাগিদ ছিল স্পষ্ট, বিরতিতে এগিয়েও ছিল ১ গোলে।
Image source – Google