গত শনিবার এক ঐতিহাসিক রাজনীতির সাক্ষী থেকেছেন রাজ্যবাসী।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গড়ে যেমন সভা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।তেমনি অভিষেকের গড়ে সভা করেছিলেন শুভেন্দু।তবে অভিষেকের গড়ে সভা করার সময় একাধিক বিষয়ে বিরোধী দলনেতাকেই আক্রমণ করেছিলেন অভিষেক।এবার তাই অভিষেকের সভার পাল্টা সভা করতে চাই শুভেন্দু।মূলত,রবিবার রাতে শুভেন্দু জেলা বিজেপি সংগঠনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন।তাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

বিজেপি সূত্রে খবর,এবার কাঁথি থেকেই অভিষেকের অভিযোগ এবং কটাক্ষের পাল্টা জবাব দেবেন বিরোধী দলনেতা।সম্ভবত আগামী ২১ নভেম্বর কাঁথিতে পাল্টা সভা করবেন শুভেন্দু অধিকারী।বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যেই প্রশাসনের কাছে সভা করার অনুমতি চাওয়া হয়েছে।জানা গিয়েছে, কাঁথি কলেজ মাঠ কিম্বা কাঁথি রেল স্টেশন সংলগ্ন ময়দানে সভার পরিকল্পনা নিয়েছে গেরুয়া শিবির।

উল্লেখ্য,গত শনিবার যুযুধান দুই পক্ষ একে অপরের গড়ে গিয়ে সভা করেছেন।কাঁথির প্রভাত ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং ডায়মন্ড হারবারের লাইটহাউস ময়দানে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।সেখান থেকে উভয়েই একে অপরকে আক্রমণ শানিয়েছেন সপ্তমে সুর চড়িয়ে।এবার জবাব দেওয়ার পালা।কাঁথির প্রভাত ময়দান থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে স্টেশন মাঠ।সেখানে ২১ ডিসেম্বর সভা করতে চান বিরোধী দলনেতা।তবে বিকল্প হিসেবে আরও একটি জায়গায় সভার প্রস্তাব দিচ্ছে জেলা বিজেপি নেতৃত্ব।পরিকল্পনা খানিকটা এরকম, একটি জায়গায় সভার অনুমতি না মিললে অন্যত্র তিনি কর্মসূচি পালন করতে পারবেন।

 

আরো পড়ুন:Narendra Modi:আমদাবাদে ভোট দিলেন প্রধানমন্ত্রী