বগটুই (Bogtui) হত্যা মামলায় এবার বড় সাফল্য এল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের (CBI) হাতে।এবার গ্রেফতার করা হলো মূল অভিযুক্ত লালন শেখ (Lalan Sheikh) ওরফে ছোট লালনকে।শনিবার গভীর রাতে তাকে গ্রেফতার করে সিবিআই।রবিবার তাকে রামপুরহাট আদালতে তোলা হয়েছে।

উল্লেখ্য,এই লালন আবার বগটুই ঘটনার ঠিক আগেই খুন হওয়া মৃত ভাদু শেখের ডান হাত।ভাদু শেখের ঘটনার পরেই বগটুই গ্রামের অগ্নিকাণ্ডের ঘটনায় নেতৃত্ব দিয়েছিলেন বলেই অভিযোগ উঠেছিল।পাশাপাশি নানা সময়ে অন্যান্যদের জিজ্ঞাসাবাদ করে এই ভাদু শেখের নামই উঠে এসেছিল।ঘটনার পর থেকে দীর্ঘদিন পালিয়ে থাকার পর,অবশেষে সিবিআই-এর জালে ধরা পড়ল লালন শেখ।

সিবিআই জানিয়েছে,বগটুই কাণ্ডে দীর্ঘদিন ধরে লালন শেখের তল্লাশি চলছিল।ভিনরাজ্যে আত্মগোপন করেছিল সে।মনে করা হচ্ছে,টাকা শেষ হয়ে যাওয়ায় গ্রামে ফিরেছিল লালন।তবে কোথা থেকে লালন শেখকে গ্রেফতার করা হয়েছে,তা খোলসা করে জানায়নি সিবিআই।

প্রসঙ্গত,বগটুই হত্যাকাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি।চলতি বছরের মার্চ মাসের ২১ তারিখ বগটুইয়ে জাতীয় সড়কের ধারে,বোমা মেরে খুন করা হয় তৃণমূলের বড়শাল পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে।সেই ঘটনা থেকেই সূত্রপাত হয় বগটুইয়ের ভয়াবহ হত্যাকাণ্ডের।ওই ঘটনার জেরে ২১ জুন সিবিআইয়ের তরফে চার্জশিট জমা করা হয়েছিল।এদিকে ওই ঘটনার পর থেকেই এলাকা থেকে ফেরার ছিল অন্যতম অভিযুক্ত লালন শেখ (Lalan Sheikh)।শেষ পর্যন্ত শনিবার রাতে এক অভিযানে তাকে গ্রেফতার করল সিবিআই।

 

আরো পড়ুন:Kunal Ghosh:হলদিয়ার দুই গ্রামে এখনো পৌঁছায়নি বিদ্যুৎ!গ্রামে গিয়ে অবাক কুণাল