শনিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভা।আর তার জন্য একাধিক স্কুলের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়।এই প্রসঙ্গে শনিবার তৃণমূল দলকে ফের কটাক্ষ করে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
তিনি বলেন,-“এটাও মজার ব্যাপার!স্কুল বন্ধ করে পরীক্ষা পিছিয়ে দিয়ে তৃণমূলের সভা।পুলিশ কিছু বলবে না,পারমিশন না নিয়ে হবে।কিছু মানা করবে না।কিন্তু ভারতীয় জনতা পার্টি সভা করলে নিয়ম মেনে,তাকে আটকানো হবে।প্যান্ডেল ভেঙে দেওয়া হবে।গাড়ি আটকানো হবে।কোর্ট থেকে আমরা পারমিশন নিলেও করতে দেওয়া হবে না।আর জায়গায় জায়গায় পথ অবরোধ করে যাতে আমাদের কর্মীরা আসতে না পারে,তার যত রকম অপচেষ্টা সেটা করা হবে।যারা এত গনতন্ত্র মানে, তারা এইভাবে মানুষকে ভয় পাচ্ছেন কেন?”
জানা যায় শনিবার বিধাননগর এমপিএমএল কোর্টে যান দিলীপ ঘোষ।মূলত ২০১৮ সালে খরিদা বাজার খড়গপুর এলাকায় বিনা অনুমতিতেই মিছিল হয়।তাতে উপস্থিত ছিলেন তৎকালীন বিজেপি রাজ্য সভাপতি,চিরঞ্জিত্ সিং।হাতে শোর্ড ছিল।এই অভিযোগই ভারতীয় দণ্ডবিধির ১৫৩ নম্বর ধারায় মামলা দায়ের হয়।সেই অভিযোগের ভিত্তিতেই এইদিন কোর্টে এসে এই বিষয়ে মন্তব্য করেন দিলীপবাবু।তার সঙ্গে কোর্টে হাজিরা প্রসঙ্গে তিনি বলেন,-“২০১৮ সালে রামনবমীর শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলাম।তার জন্য দুজনের নামে কেস দেওয়া হয়েছে।আমরা নাকি অস্ত্র নিয়ে ভয় দেখিয়েছি,আরো অনেক কিছু বলা হয়েছিল।সম্পূর্ন মিথ্যা মামলা।তবে যেহেতু পুলিশ কেস হয়েছে।এবং এই মামলার আজ জজ সাহেবের সামনে শুনানি ছিল,তাই প্রেস হলাম আদালতে।”
এর পাশাপাশি পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ নিয়ে এদিন তিনি বলেন,-“তৃণমূল নেতার হাতে বোম,বুকে বোম।এই ভাবেই চলছে।বোমের কারখানা আর বোমের টেস্ট নিজেদের মধ্যে হচ্ছে।যত দুষ্কৃতকারী যারা বোম বাঁধতো তারা এখন তৃণমূলের নেতা হয়ে গেছে।তাই যা হবার তাই হয়েছে।”
আরো পড়ুন:Bhupatinagar:অভিষেকের সভায় আগেই বিস্ফোরণ ভূপতিনগরে!ঝলসে তৃণমূল নেতা সহ ৩