বর্তমানে রেশন দুর্নীতি (Ration Scam) নিয়ে আরো কঠোর হয়েছে রাজ্য সরকার।রেশন কার্ডের (Ration Card) সঙ্গে আধার কার্ড যুক্ত করেও রোধ করা যায়নি রেশন নিয়ে দুর্নীতি।এক গ্রাহকের নামে বরাদ্দ রেশন অন্য কেউ তুলে নিচ্ছে বা মৃত গ্রাহকদের কার্ড চালু রেখে তা দিয়ে নিয়মিত রেশন তোলা কিংবা যাদের কোনও অস্তিত্বই নেই তাঁদের নামে কার্ড বানিয়ে নিয়মিত তা দিয়ে রেশন তোলার অভিযোগও ওঠে।তাই এবার নতুন পদ্ধতি অবলম্বন করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।চোখের মণিকে হাতিয়ার করল রাজ্য সরকার।
খাদ্য দফতরের আধিকারিকদের দাবি,আধারের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তি হলেও সবসময় বায়োমেট্রিক পদ্ধতি বা আঙুলের ছাপ দিয়েই রেশন তুলতে হয়,এমনটা নয়।অনেক ক্ষেত্রে দেখা যায়,আঙুলের ছাপ মেলে না।আঙুলে কোনও দাগ থাকলে বা বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে অনেক সময় আঙুলের ছাপ সহজে মেলে না।তার জন্য দু’টি বিকল্প ব্যবস্থা আছে।
এক,আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি পাঠানো।আর দুই চোখের মণির ছবি মিলিয়ে দেখা।
অর্থাত্ রেশন গ্রাহকদের চোখের মণির সঙ্গে রাজ্য সরকারের কাছে থাকা চোখের মণির ছবি মিলে গেলেই রেশন পাবেন গ্রাহকরা।না মিললে কিন্তু পাবেন না।এই নিয়মই এবার চালু হচ্ছে বাংলার বুকে।এর জন্য প্রয়োজনীয় পরিকল্পনা ও পরিকাঠামো তৈরির উদ্যোগ নিচ্ছে রাজ্যের খাদ্যদফতর।তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।রাজ্য মন্ত্রিসভা এই বিষয়ে অনুমোদন দিলে তবেই এই ব্যবস্থা কার্যকর করা হবে।