‘শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ভয় পেয়েছেন’ কাঁথির বুকে অভিষেক বন্দোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভার প্রস্তুতি দেখতে এসে ফের বিরোধী দলনেতাকে জনসমক্ষে এইভাবেই আক্রমণ করেন ছাত্র যুব নেতা সুপ্রকাশ গিরি (Suprakash Giri)।

মূলত,শনিবার দুই মেগা সভার সাক্ষী থাকতে চলেছে রাজ্যবাসী।একদিকে যখন শান্তি কুঞ্জের কিছুটা দূরে সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়,ঠিক তখনই অভিষেকের গড় অর্থাত্‍ তাঁর লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে বিজেপির হয়ে সুর চরাবেন শুভেন্দু অধিকারী।তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাতে তার সভা আগামীদিনে শান্তিকুঞ্জে,না করতে পারেন,তার জন্য ইতিমধ্যেই হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা।তবে তার আবেদন খারিজ হয়ে যায়।আর তার পরিপ্রেক্ষিতেই এদিন বিরোধী দলনেতাকে আক্রমণ করতে গিয়ে সুপ্রকাশ গিরি বলেন,-“শুভেন্দু অধিকারী ভয় পেয়েছেন,তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা বন্ধ করার চেষ্টা করছেন।”

এদিকে কাঁথিতে অভিষেকের জনসভার দিনই পরীক্ষা রয়েছে।সে বিষয়ে এদিন তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা দেন মন্ত্রী অখিল গিরি (Akhil Giri)।এদিন শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে এসে অখিল গিরি বলেন,-“সভার জন্য পরীক্ষা বন্ধ হবে না,মাইক চলবে ঠিকই কথা,নির্বিঘ্নে পরীক্ষা চলতে পারে।কোনো অসুবিধা হবে না।অ্যানুয়াল পরীক্ষা আগে থেকে পড়েছিল তা আমরা জানিনা তবে আমাদের মিটিং এর সিদ্ধান্ত আগে থেকেই হয়েছিল তাই ৩রা ডিসেম্বর সভার প্রস্তুতি করা হয়েছে।তার জন্য মাইক চলবে,মিছিল হবে,হয়তো পরীক্ষার অসুবিধা হতে পারে,তার জন্য আমরা স্কুলকে পরীক্ষা বন্ধ করতে বলিনি।”

 

আরো পড়ুন:Sovandeb Chatterjee:বিচারপতিকে ভাষা সংযত করার পরামর্শ দিলেন কৃষিমন্ত্রী