এবার মেয়াদ বাড়লো দুয়ারে সরকার (Duare Sarkar) কর্মসূচির।জানা যায়,বুধবার এক বিজ্ঞপ্তি জারি করে এই সরকারি প্রকল্পের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী।

নবান্নর (Nabanna) তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সেপ্টেম্বর মাসে জানানো হয়েছিল দুয়ারে সরকার (Duare Sarkar) এবং পাড়ায় সমাধানের পঞ্চম দফার কর্মসূচি পয়লা থেকে ৩০ নভেম্বর পর্যন্ত হওয়ার কথা ছিল।

তবে অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো হচ্ছে যে এর মেয়াদ বাড়িয়ে আগামী ৫ ডিসেম্বর অবধি করা হল। পাশাপাশি সমস্ত জেলাকে মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন, মোবাইল ভ্যানের মাধ্যমে যে পরিষেবা দেওয়া হয়, তা যেন আরও সক্রিয় করা হয়।

উল্লেখ্য,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে দুয়ারে সরকার কর্মসূচি শুরু করেছিলেন একুশের ভোটে জিতে আসার পর।মূলত,রাজ্য সরকারের তরফে দুয়ারে সরকার নিয়ে একাধিক তথ্য দেওয়া হয়েছে। নিজস্ব জেলায় নিকটবর্তী ক্যাম্পের সন্ধান পেতে এবং কবে কবে সেই ক্যাম্প বসবে তা জানতে ক্লিক করতে হবে https://ds.wb.gov.in-এ। ক্যাম্পগুলি থেকে নানা সরকারি প্রকল্পে আবেদনের জন্য ফর্ম সংগ্রহ করা যাবে। এই ফর্ম মিলবে বিনামূল্যে।এছাড়াও জানা গেছে,দুয়ারে সরকারের জন্য চালু করা হয়েছে একটি বিশেষ টোল ফ্রি হেল্পলাইন নম্বরও। ১০৭০/২২১৪-৩৫২৬ নম্বরে ফোন করে দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে যে কোনও প্রশ্ন করতে পারবেন এবার থেকে আবেদনকারীরা।

প্রসঙ্গত,আন্তর্জাতিক স্তরে প্রশংসা পেয়েছে রাজ্যের দুয়ারে সরকার প্রকল্প।মঙ্গলবারই ইউনিসেফের মুখ্য আধিকারি হু হে বান এবং ভারতীয় ইউনিসেফের আধিকারিককে সঙ্গে নিয়ে বারাসাত দু নম্বর ব্লকের শাসন গ্রাম পঞ্চায়েত এলাকায় দুয়ারে সরকার প্রকল্প পরিদর্শন করেন।দুয়ারে সরকার কর্মসূচি অনেক প্রশংসা বার্তাও শোনা যায় হু হে বানের মুখে।

 

আরো পড়ুন:Suvendu Adhikari:মুখ্যমন্ত্রীর সঙ্গে চার মিনিটের সাক্ষাৎ নিয়ে মুখ খুললেন শুভেন্দু