সুন্দরবন সফরের দ্বিতীয় দিনে লঞ্চ চালালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।চালকের সাহায্য নিয়েই লঞ্চ চালান তিনি।এদিন তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য আত্মীয়রা। নদীপথে বসিরহাট এলাকার বিভিন্ন জাগা ঘুরে দেখেন মমতা।
এছাড়াও চক খাঁপুকুর প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে যান তিনি। দেখা যায়,ক্লাসরুমে ছাত্রছাত্রীদের চলছে যখন পড়াশোনার পর্ব। হঠাত্ তখনই খবর আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) আসছেন। সঙ্গে সঙ্গে হইচই পড়ে যায়। স্কুলের গেট পেরিয়ে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী। সেখানেই স্কুলের পড়ুয়াদের সঙ্গে কথা বলতে এগিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্রছাত্রীদের হাতে পোশাক তুলে দিয়ে তাদের নামও জানতে চান মুখ্যমন্ত্রী।
এরপর স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে বসে স্টিলের থালাতেই রয়েছে ভাত এবং তরকারি খান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন মমতা। তাঁদের হাতে শীতবস্ত্র তুলে দেন তিনি। সেখান থেকেই মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, ২০২৪ সালের মধ্যে সুন্দরবনের ওই এলাকার প্রতিটি বাড়িতে পানীয় জলের ব্যবস্থা হয়ে যাবে।
সুন্দরবন সফরের দ্বিতীয় দিনে প্রশাসনিক কাজকর্মের পাশাপাশি জনসংযোগ সারতেও দেখা গেল তৃণমূলনেত্রীকে। গত মঙ্গলবার বনবিবির মন্দিরে পুজো দিয়েছিলেন মমতা, আজ গেলেন স্কুলে। ঘুরে দেখেন গ্রাম। চালালেন নিজে হাতে লঞ্চ।