প্রথম ম্যাচে জয় এসেছে। পেনাল্টি থেকে এলেও গোল পেয়েছেন রোনাল্ডো। ফলে সোমবার উরুগুয়ের বিরুদ্ধে(Portugal vs Uruguay) খেলতে নামার আগে যখন পর্তুগাল শিবিরে সব কিছু ঠিকঠাক, তখনই সবচেয়ে বড় দুঃসংবাদটা এল রোনাল্ডোদের দলে। চোটের জন্য খেলতে পারবেন না নির্ভরযোগ্য ডিফেন্সিভ মিডফিল্ডার-দানিলো পেরারা। তবে কোচ ফের্নান্দো স্যান্টোস চেষ্টা করছেন, ৩৯ বছর বয়সী পেপেকে দ্রুত দানিলোর জায়গায় ফিট করতে। তবে অভিজ্ঞতা থাকলেও ৩৯ বছরের পেপের পক্ষে দানিলোর জায়গা কতটা নেওয়া সম্ভব, তা নিয়ে সন্দেহ রয়েছে খোদ পর্তুগাল(Portugal vs Uruguay) দলেই।

বিশ্বকাপের প্রথম ম্যাচে ঘানার বিরুদ্ধে খেলার সময় অবশ্য চোট লাগেনি দানিলোর। কিন্তু শনিবার নিজেদের মধ্যে প্র্যাকটিস করার সময়েই চোটটা লাগে পর্তুগিজ মিডফিল্ডারের। আর এদিন জানা গেল, চোটের যা অবস্থা, তাতে বেশ কয়েকটা ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। তবে কতগুলি ম্যাচ, তা নিশ্চিত করে এদিন বলতে পারেননি রোনাল্ডোদের কোচ স্যান্টোস। এদিন শুধু বলেন, ‘‘চোট নিয়ে কান্নাকাটি করে তো আর লাভ নেই। বাস্তবকে স্বীকার করে নেওয়াই ভাল। দানিলোকে বেশ কয়েকটি ম্যাচে পাব না আমরা।’’

উরুগুয়ে(Portugal vs Uruguay) ম্যাচের আগে রোনাল্ডো অবশ্য কোনও মন্তব্য করতে রাজি হননি। নিজেকে গুটিয়েই রেখেছেন। তবে দানিলোর চোটের প্রভাব যাতে দলের উপর না পড়ে, তার দিকে সতর্ক নজর পর্তুগাল কোচের। এদিন পর্তুগাল কোচ বলছিলেন, ‘‘প্রতিপক্ষ হিসেবে উরুগুয়ে গ্রুপের অন্যতম শক্তিশালী দল। ম্যাচটা আমাদের জন্য খুবই কঠিন। চোট-আঘাত খেলারই অঙ্গ। এসব নিয়ে ভাবা মানে পিছনের দিকে তাকানো। আমাদের এখন সামনের দিকে তাকাতে হবে।’’

সোমবার রোনাল্ডোদের প্রতিপক্ষ যারা, সেই উরুগুয়ের অবস্থা দারুণ কিছু নয়। প্রথম ম্যাচে দক্ষিণ কোরিরায় কাছে আটকে গিয়েছে উরুগুয়ে। দল নির্বাচন আর পরিবর্ত নামানো নিয়ে কোচের সমালোচনাও হচ্ছে। কিন্তু লা সেলেস্তের কোচ দিয়েগো আলন্সো সেসব নিয়ে ভাবতে নারাজ। বলেছেন, “এই দলে কেউই অপরিহার্য না। অন্তত দায়িত্ব নেওয়ার পর গত ১১ মাসে কোনও ফুটবলারকে দেখে আমার সেটা মনে হয়নি। আমার আমলে প্রতিটি ম্যাচে দল উন্নতি করেছে।’’দেখার এখন, কার কপালে আছে পরের পর্বে যাওয়া, পর্তুগাল নাকি উরুগুয়ে।

 

Image source – Google