সামনেই পঞ্চায়েত ভোট।তার আগেই বুধবার জমির পাট্টা বিলি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আর পঞ্চায়েত নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে তীব্র কটাক্ষ করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

নিউটাউন ইকোপার্কে প্রাত:ভ্রমণে গিয়ে তিনি বলেন,-“নির্বাচনের আগে তৃণমূল সরকার কিছু না কিছু করবে।কোনো ভালো কাজ করতে না পারলে মানুষকে টোপ দিয়ে লোভ দেখিয়ে নিবার্চনের বৈতরণী পার হওয়ার তো চেষ্টা করবেন মুখ্যমন্ত্রী।বিধানসভার আগে তৃণমূল সরকার দুয়ারে সরকার বা লক্ষীর ভান্ডার করেছিলেন।জঙ্গলমহলে গিয়ে আদিবাসীদেরকে হাজার টাকা করে দিয়েছিলেন।এই সরকারের কাছ থেকে বেশি কিছু আশা করা যায় না।লোককে ভুলিয়ে-ভালিয়ে ভোট নিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করে মমতার সরকার।”

সম্প্রতি রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন,মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই ভোট দেন।এই প্রসঙ্গে এদিন বিজেপি নেতা বলেন,-”পঞ্চায়েত নির্বাচনের আগেই বোমা, বন্দুক চলছে।নেতাদের মধ্যে মারামারি-গালাগালি হচ্ছে।সবটাই সাধাকণ মানুষ দেখতে পাচ্ছে।আমার মনে হয় পশ্চিমবাংলার মানুষ কি ভুল করেছে এবারে এদের ভোট তা এখন হারে হারে বুঝতে পারছে।তিন বার ভোট দিয়েই মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে গিয়েছে।গোটা পশ্চিমবঙ্গ বোম,বন্ধুক ও দুষ্কৃতিতে ছেয়ে গিয়েছে।সেই খবরই টিভিতে দেখা ও পেপারে বের হয়।তাই এখন আর মানুষের টিভি দেখতে বা পেপার পড়তে ভালো লাগে না।কারণ কোনো ভালো খবর থাকে না।”

প্রসঙ্গত,বুধবার নতুন রাজ্যপাল হিসেবে শপথ নেন সিভি আনন্দ বোস।আর সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুজাতিক মিষ্টান্ন ভান্ডার থেকে মিষ্টি পাঠান।এই প্রসঙ্গে বিজেপি নেতা বলেন,-“মিষ্টি খাইয়ে লাভ নেই।বিদ্বান, দূরদর্শী রাজ্যপালের অভিজ্ঞতা সরকার কাজে লাগালে রাজ্যের ভাল হবে।”তিনি আরো যোগ করেন,-“আমাদের নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস একজন যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন মানুষ।এই রকম একজন বিদ্যান ও দূরদর্শী মানুষকে রাজ্যপাল হিসেবে পেয়ে বাংলা গর্বিত।তাই পশ্চিমবঙ্গ সরকারকে বলবো তাঁর সঙ্গে থেকে পরামর্শ নিয়ে বাংলায় পরিবর্তন আনুক।সেই সঙ্গে বলব,সরকার যেন নিয়মনীতির মধ্যে চলে।”

এরপরই প্রাক্তন রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের তিক্ততা নিয়ে দিলীপ বাবু বলেন,-“জমানা পাল্টাতেই থাকে।এটাই গণতন্ত্র,এটাই রাজনীতি।পরিবর্তন হোক তাতে কোনো অসুবিধা নেই।তবে সেই পরিবর্তন যেন ভালোর দিকে হয়।”

 

আরো পড়ুন:Dilip Ghosh:মোদীর সঙ্গে মমতার সাক্ষাৎকে কটাক্ষ করলেন দিলীপ