পঞ্চায়েত নির্বাচনের আগেই গেরুয়া শিবিরের অস্ত্র হতে একাধিক কর্মসূচি নিয়ে মঙ্গলবার কলকাতায় আসেন মিঠুন চক্রবর্তী।এবার মহাগুরুর সেই কর্মসূচি নিয়ে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)।

তিনি বলেন,-“মিঠুনদাকে পঞ্চায়েত নির্বাচনে সাধারণ প্রচারে রাখব না।আমরা ওনাকে পরবর্তীতে পাবলিক ব়্যালিতে আনব।এখন মূলত সংগঠনিক বৈঠকে আমাদের কর্মীদের উজ্জীবিত করবেন তিনি।”

তিনি আরো যোগ করেন,-“আমরা কালকে সকালে পুরুলিয়া পৌঁছাব।মূলত আমাদের পঞ্চায়েত নির্বাচনে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মী থেকে শুরু করে অঞ্চল ও জেলা স্তরে আলাপ আলোচনা হবে।পঞ্চায়েত ভোট নিয়ে তাঁদের পরিকল্পনা শোনা এবং সংগঠনের কাজ কতদূর হয়েছে এই বিষয়ে আলোচনা চলবে।রাঢ় বঙ্গের প্রচারে কোনরকম জনাসাধারন ব়্যালি হবে না।আগামী দিনে যখন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বড় বড় পাবলিক ব়্যালি হবে তখন মিঠুন চক্রবর্তীকে রাখা হবে।”

মহাগুরুকে নিয়ে দলের অন্তরে ক্ষোভ প্রসঙ্গে এদিন সুকান্ত বাবু জানান,-”যে কেউ দায়িত্ব নিয়ে কাজ করতে পারে।যারা কাজ করতে চান তাঁরা সবাই এই কাজ করতে পারেন।কোন অসুবিধা নেই।তাই কাজের ক্ষেত্রে ক্ষোভের কোনো জায়গা নেই।পাশাপাশি পঞ্চায়েত নির্বাচন আসছে তাই সকলকে দলবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

 

আরো পড়ুন:Sukanta Majumder:বামেরা শিক্ষিত চোর,তাই ধরা পরে না,তৃণমূল অশিক্ষিত চোর বলে ধরা পড়ে!বিস্ফোরক সুকান্ত