ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচেই দাপুটে জয় ছিনিয়ে নিল ইকুয়েডর(Ecuador vs Qatar)। আল খরের আল বাইত স্টেডিয়ামে আগোগাড়া আধিপত্য রেখে আয়োজক কাতারকে হারাল ২-০ গোলে। এই ব্যবধান আরও বাড়তেও পারত। প্রথম গোলটি ভার প্রযুক্তির সাহায্য নেওয়ায় বাতিল হয়ে গেলেও জোড়া গোল করলেন ইকুয়েডরের অধিনায়ক এনার ভ্যালেন্সিয়া।

ম্যাচের বয়স তখন সবে তিন মিনিট। কাতারের জালে বল জড়িয়ে যায় এনার ভ্যালেন্সিলার হেডে। ইকুয়েডরের(Ecuador vs Qatar) ফুটবলাররা সেলিব্রেশনে মেতে ওঠেন। কাতারের গোলকিপার সাদ আলশিব ফেলিক্স টোরেসের ফ্রি কিক বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু দুরন্ত হেডে ভ্যালেন্সিয়া বল জালে জড়িয়ে দেন। এরপরই গোলটি অফ-সাইড কিনা সে ব্যাপারে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভার-এর সাহায্য নেন রেফারি। রিপ্লেতে দেখা যায়, ভ্যালেন্সিয়া ফ্রি কিক নেওয়ার মুহূর্তে অফ সাইডে ছিলেন। সামান্য ভুলের কারণে তাঁর গোলটি বাতিল হয়ে যায়।

যদিও ইকুয়েডর(Ecuador vs Qatar) কাতারের রক্ষণে চাপ বজায় রাখছিল লাগাতার। ভ্যালেন্সিয়াকে অবৈধভাবে কাতারের গোলরক্ষক বাধা দিলে পেনাল্টি পায় ইকুয়েডর। গোলকিপার হলুদ কার্ডও দেখেন। ১৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ভ্যালেন্সিয়া। চলতি বিশ্বকাপের প্রথম গোল এটি। বিশ্বকাপের আসরে ভ্যালেন্সিয়ার এটি চতুর্থ গোল।

 

Image source – Google