এবার নির্বাক ছবি জুতো (Juto) মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে! ছবিটি নির্মাণ করেছেন সৌরিশ দে। জুতো সম্পর্কে ভাবনা নানাভাবে প্রকাশ করা যায়। অনেকের জুতোর কালেকশনের অনেক আছে ।জুতো ভালবাসেন এবং সেগুলি কিনে রাখেন। কারও কাছে জুতোই তার প্রাণ। জুতো ছিঁড়ে গেলে কষ্ট হয় মনে। আবার জুতো পরিষ্কারের সময় বিরক্ত করলে রাগ হয় । আবার অন্যদিকে নতুন জুতো কিনলেও পুরনো জুতোর প্রতি টান কমে না ।জুতো দিয়ে আবার নাকি মানুষের জীবনযাপন সম্পর্কেও ধারণা করা যায় ।এভাবে জুতো এবং জীবন কিভাবে একই সূত্রে বাঁধা তা নিয়ে পূর্ণ দৈর্ঘ্যের ছবি নির্মাণ করলেন পরিচালক সৌরিশ দে।

ছবিটি (Juto) স্বাধীনভাবে বানিয়েছেন তিনি। এই ছবিতে ভাস্কর দত্ত এবং চলন্তিকা গঙ্গোপাধ্যায় নামে দুটি চরিত্র কে দেখা যাবে। একটি সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছেন যে তিনি ছবিটি বাস্তব থেকে বানানোর চেষ্টা করেছেন । আবার মানুষ যাতে সহজে বুঝতে পারে সেই বিষয়েও নজর রেখেছেন। কার্যত সকলের কথা ভেবেই ছবিটি তৈরি করেছেন তিনি। ছবিতে সংলাপ এবং দৃশ্য মানুষকে আবেগপ্রবণ করে তুলবে বলে নিশ্চিত পরিচালক। মানুষ যেমন হাসবে তেমনি আবার কাঁদবেও। কিন্তু নির্বাক ছবি কেন সেই প্রশ্নে সৌরিশ জানিয়েছেন , যে ছবি দেখতে মূক, বধির মানুষকেও তিনি দেখেছেন । তারা ছবির ভাষা বুঝতে পারবেন না। সকলে যে ভাষা বুঝতে পারবে সেই ভাষায় ছবি করবেন বলে স্থির করেন তিনি। তাই নির্বাক ছবি বানালেন পরিচালক ।২০১৭ থেকেই এই ছবির জন্য কাজ করছেন তিনি। তবে করোনার জন্য ছবি মুক্তি আটকে যায়। সবকিছু বর্তমানে স্বাভাবিক হতে শুরু করায় ছবিটি এবার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।

আগামী ২৫ শে নভেম্বর ছবিটি (Juto) প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আজকের বিনোদনের জগতে যেখানে রঙিন ছবি এবং চাকচিক্যময় সংগীতময় ছবির জন্য মানুষ লাখ লাখ টাকা খরচ করছে সেখানে নির্বাক ছবি প্রকাশ করে নজির গড়লেন সৌরিশ। ইতিমধ্যে ছবিটি একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে বলে জানা যাচ্ছে ।এই ছবিটির জন্য লড়াই করতে হয়েছে পরিচালককে ।কিন্তু তিনি কখনো থেমে যাননি । আর তাই তার স্বপ্ন সফল হয়েছে বলে মনে করেন।

আরও পড়ুন :Daljeet Kaur : এক বছর কোমায় থাকার পর প্রয়াত হলেন এই জনপ্রিয় অভিনেত্রী