প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেত্রী দলজিৎ কৌর (Daljeet Kaur) ।ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে তিন বছর ধরে লড়াই করেছেন তিনি। অবশেষে সাথে ১৭ই নভেম্বর, বৃহস্পতিবার লুধিয়ানায় তুতো ভাই এরবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী। প্রচুর পাঞ্জাবি ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রায় দশটির মতো হিন্দি ছবিতেও কাজ করেছেন তিনি। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৬৯ বছর।

অভিনেত্রী (Daljeet Kaur) গত তিন বছর ধরে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে জীবন মরণ লড়াই করছিলেন। এ ছাড়াও জানা যাচ্ছে ,স্নায়ুর কিছু সমস্যাও তার ছিল। আর এই সমস্যার কারণেই চিকিৎসার জন্য মুম্বাই থেকে পাঞ্জাবের নিজের তুতো ভাইয়ের কাছে গিয়ে ছিলেন ।তবে পরিবার সূত্রে জানা যাচ্ছে, গত এক বছর ধরে অভিনেত্রী কোমাতে ছিলেন ।কিছু সুপারহিট পাঞ্জাবী ছবিতে তিনি অভিনয় করেছিলেন, যেমন – পাতোলা , মামলা গড়বড় হ্যাঁ, কি বানু দুনিয়া দা । এছাড়াও বেশ কয়েকটি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন তিনি। কিন্তু অভিনেত্রী কে বরাবরই জীবনের কাছে হার মানতে হয়েছে ।একটি পথ দুর্ঘটনায় স্বামী হরমিন্দর সিং দেওলের মৃত্যুর পর ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। অভিনয় থেকে সরে এসেছিলেন। কিন্তু তারপর ২০০১ সালে সিং ভার্সেস কৌর ছবিতে অভিনয়ের মাধ্যমে আবার অভিনয়ে জগতে প্রবেশ করেছিলেন। তিনি কিন্তু শেষ পর্যন্ত অভিনয় চালিয়ে যেতে পারলেন না ।অভিনেত্রী আক্রান্ত হলেন ব্রেন টিউমারে এবং মাত্র ৬৯ বছর বয়সে প্রয়াত হলেন।

পাঞ্জাব ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রী (Daljeet Kaur) সহ পাঞ্জাবি গায়ক মিকা সিং তার আত্মার শান্তি কামনা করেছেন। অভিনেত্রী কেবলমাত্র পাঞ্জাবী অভিনেত্রী হিসেবে জনপ্রিয় নয়। বাংলার সঙ্গে যোগ ছিল তার ।জানা যাচ্ছে, পরিবারের সূত্রে ছোটবেলা শিলিগুড়িতেই কেটেছিল তার। পরে তিনি দিল্লিতে যান এবং সেখান থেকে ধীরে ধীরে অভিনয় জগতে প্রবেশ করেন। অভিনয়ের পাশাপাশি হকি এবং কবাডি খেলোয়াড়ও ছিলেন দলজিত কৌর।

আরও পড়ুন :Pete Davidson: ডেটিংয়ের জল্পনার মধ্যেই প্রথমবার একসাথে দেখা গেল পিট ডেভিডসন এবং এমিলি রাতাজকোস্কি