রাষ্ট্রপতি দ্রৌপদীকে নিয়ে রাজ্যের মন্ত্রী অখিল গিরির (Akhil Giri) মন্তব্যের জেরে সরগরম বাংলার রাজনীতি।মন্ত্রীর বিতর্কিত মন্তব্যের মামলা ইতিমধ্যেই গড়িয়েছে কলকাতা হাইকোর্টে।এবার এই ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মন্ত্রী অখিল গিরিকে হলফনামা জমা দিতে বলা হয়েছে উচ্চ আদালতে।পাশাপশি মন্ত্রীর মন্তব্য নিয়ে পুলিশি রিপোর্ট জমা দিতে বলল হাই কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ।জানা গিয়েছে,এই মামলার পরবর্তী শুনানি হবে ১২ ডিসেম্বর।

উল্লেখ্য,অখিল-মন্তব্যের মামলার শুনানিতে বুধবার রাজ্যের তরফে হাই কোর্টকে জানানো হয়, মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে যে সব অভিযোগ জমা পড়েছে, তার তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। রাষ্ট্রপতির উদ্দেশে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে মন্ত্রীর বিরুদ্ধে করা জনস্বার্থ মামলার প্রেক্ষিতে হাই কোর্টে এমনটাই জানিয়েছিল রাজ্য সরকার।

নন্দীগ্রামে একটি জনসভায় দেশের রাষ্ট্রপতির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে রামনগরের তৃণমূল বিধায়ক অখিলের বিরুদ্ধে জনস্বার্থ মামলা করেছিলেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। কলকাতা হাই কোর্টে তার শুনানিতে রাজ্য সরকার জানায়, অখিলের মন্তব্যের বিরুদ্ধে যে সব স্মারক লিপি জমা পড়েছে, তার প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ-ও বলা হয়, বিষয়টি নিয়ে নির্দিষ্ট করে এফআইআর হয়নি।

অন্যদিকে, বুধবার আদালতের কাছে এক দিন সময় চেয়েছিলেন অখিলের আইনজীবী। হাই কোর্ট তা মঞ্জুর করায় বৃহস্পতিবার ফের মামলার শুনানি হয়।

প্রসঙ্গত, নন্দীগ্রামের গোকুলনগর শহীদ মঞ্চের একাংশ পুড়ে যাওয়ার ঘটনায় পথে নেমেছিল তৃণমূল। সেখানে প্রতিবাদ সভাও করেন কুনাল ঘোষ, শশী পাঁজারা। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী কে আক্রমণ করেন অখিল গিরি। একই সঙ্গে শুভেন্দু অধিকারী কে আক্রমণ করতে গিয়ে আক্রমণ করে বসেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কে। তার রূপ নিয়ে কথা বলেন রামনগরের তৃণমূল বিধায়ক। আর এই নিয়ে নিন্দার ঝড় বয়ে গিয়েছে বিভিন্ন মহলে।

কারা মন্ত্রী দাবি করেছেন, শুভেন্দু অধিকারী অখিল গিরিকে কটাক্ষ করে নাকি বলেছেন, “হাফ প্যান্ট পড়া মন্ত্রী। কাকের মতো দেখতে।” এই মন্তব্যেরই পাল্টা জবাব দিতে গিয়ে অখিলগিরি বলেন, “বলে দেখতে ভালো নয়, কি রূপসী? কি দেখতে ভালো? আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ার কে আমরা সম্মান করি কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা”?আর তার মন্তব্যের পর রাজ্যের মন্ত্রীর পাশে রাজ্য সরকারও দাড়ায় না।এখন এই ঘটনা কোন দিকে মোড় নেই সেটাই দেখার।

 

আরো পড়ুন:Akhil Giri:অখিলের বিরুদ্ধে হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা