রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রাজ্যের মন্ত্রী অখিল গিরির (Akhil Giri) কুরুচিকর আক্রমণের জেরে বেশ ভালোই বিপাকে পড়েছিল শাসক শিবির।এবার এই অখিল গিরির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হলো।

জানা গেছে,মামলা দায়ের করার অনুমতি ইতিমধ্যে দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ।মঙ্গলবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা।

উল্লেখ্য,সম্প্রতি নন্দীগ্রামের গোকুলনগরে তৃণমূলের শহিদ স্মরণ মঞ্চে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার জেরে শোরগোল পড়ে যায় সর্বত্র।পরবর্তীতে এ ঘটনার প্রতিবাদে একটি সভায় বক্তৃতা দিতে ওঠে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি বলেন, “দেখতে ভালো নয় বলছে।কি দেখতে ভাল?আমরা রূপের বিচার কখনো করি না।রাষ্ট্রপতির চেয়ারকে সম্মান করা হয়।কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা?”

রাজ্যের মন্ত্রী অখিল গিরির মন্তব্যের কারণে মুহূর্তের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সর্বত্র।দেশের সর্বোচ্চ নাগরিককে কিভাবে এই ভাষায় অপমান করতে পারেন রাজ্যের মন্ত্রী,সেই প্রশ্ন তুলে ইতিমধ্যেই বাংলার বিভিন্ন প্রান্তে প্রতিবাদে নেমেছে বিজেপি কর্মী সমর্থক এবং নেতা মন্ত্রীরা।এই ঘটনায় নন্দীগ্রাম থানা এবং মালদহের একটি থানায় অভিযোগ দায়ের করার পাশাপাশি তাঁর পদত্যাগের দাবিতে ইতিমধ্যে সরব হয়েছে একাধিক মহল।

শুধু তাই নয়,জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে অখিল গিরিকে নোটিস প্রদান করার পাশাপাশি তাঁর সমালোচনায় সরব হয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও।এক্ষেত্রে নিজের দলকেও পাশে পাননি রাজ্যের মন্ত্রী।আর এবার হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়েরকে কেন্দ্র করে তৃণমূল নেতার অস্বস্তি যে বহুগুনে বৃদ্ধি পেল, তা বলা বাহুল্য।

 

আরো পড়ুন:Locket Chatterjee:রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির বিতর্কিত মন্তব্যের বিরোধিতায়,এবার দিল্লি দরবারে বিজেপি!