রাজ্যের মন্ত্রী অখিল গিরির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর রূপ নিয়ে বিতর্কিত মন্তব্য করার পরিপ্রেক্ষিতে মুখ খুললেন এবার কলকাতার মেয়র তথা রাজ্যের নগরোন্নয়নের মন্ত্রী ফিরহাদ হাকিমও (Firhad Hakim)।

সূত্রের খবর ডেঙ্গুর চোখ রাঙানি থেকে রেহাই দিতে শনিবার দুপুরে ডেঙ্গু সচেতনতার প্রচার অভিযান শুরু করেন মন্ত্রী ফিরহাদ হাকিম।এদিন মন্ত্রীর সঙ্গে এই প্রচার অভিযানে অংশ নিয়েছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক,মেয়র কৃষ্ণা চক্রবর্তী,চেয়ারম্যান সব্যসাচী দত্ত,এবং দুই বিধায়ক তাপস চ্যাটার্জি ও অদিতি মুন্সি সহ অন্যান্য পৌরপ্রতিনিধিরা।এদিন বিধাননগর কর্পোরেশনের অফিস বিল্ডিং থেকে শুরু করে সিটি সেন্টার ওয়ান পর্যন্ত যান চালায় তারা এই প্রচার অভিযান।হাতে ছিল তার ডেঙ্গু সচেতনতার ব্যানার।

আর এদিনের প্রচার অভিযানে অখিল গিরির মন্তব্যের পরিপ্রেক্ষিতে মেয়র বলেন,-“আমি নিজেই বিরাট কালো,আমাকে নেত্রী ভালোবাসেন।আমি জানিনা অখিল কি বলেছে,আমরা কালো সাদা ধর্ম নিয়ে রাজনীতি করিনা।আমরা উন্নয়ন নিয়ে রাজনীতি করি।”

পাশাপাশি এদিন মেয়র ডেঙ্গু প্রতিরোধে সচেতন হবার জন্য সাধারণ মানুষদেরকে হাত জোড় করে অনুরোধ জানান।মন্ত্রী জানান,-“কোনো পুরসভা বা কর্পোরেশনের পক্ষে একা এই কাজ করা সম্ভব নয় যদি না সাধারণ মানুষ নিজের দায়িত্ব পালন করে।”এছাড়াও রাজারহাটের বৈদিক ভিলেজে তরুণীকে গণধর্ষণের ঘটনা নিয়ে মেয়র বলেন,”পুলিশ ব্যবস্থা নেবে।তবে আমার মনে হয়,ভারতের আইনের আরো কঠোর হয়ে এইসব পশুগুলোকে মৃত্যুদণ্ড দিক।যারা নারীদের অপমান করে তাদের আরো কঠোর সাজা হওয়া উচিত।”একইসঙ্গে সুকান্ত মজুমদারের মেয়রকে নিয়ে বিতর্কিত মন্তব্যে করা নিয়ে তিনি বলেন,”ওনার কষ্ট হচ্ছে,ওনার তো মেয়র হবে না।মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এই মেয়রের নেতৃত্বে ১৩৪ টা আসন পেয়েছে। ওনার স্বপ্ন বাস্তব হবেনা।আমরা তৃণমূল কর্মীরাই করোনাতেও মানুষের পাশে ছিলাম, ডেঙ্গুতে আছি।”

 

আরো পড়ুন:Akhil Giri:রাষ্ট্রপতির চেহারা নিয়ে মমতার মন্ত্রীর বক্তব্যকে,তীব্র সমালোচনা করলো বিজেপি!