ব্রাজিল, জার্মানি, স্পেন, বেলজিয়াম আগেই ঘোষণা করে দিয়েছিল তাদের বিশ্বকাপের স্কোয়াড। লিওনেল মেসির আর্জেন্টিনা কখন দল ঘোষণা করবে সেই অপেক্ষাতেই ছিল বিশ্ব জুড়ে নীল-সাদা সমর্থকরা। অবশেষে কাতার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল আর্জেন্টিনার ফুটবল সংস্থা।
লিওনেল স্কালোনির দলে তেমন কোনও চমক না থাকলেও শঙ্কা ছিল দলের কিছু প্লেয়ারের চোট নিয়ে। বিশেষ করে পাওলো দিবালা ও অ্যাঞ্জেল ডি মারিয়া চোট কিছুটা চিন্তায় রেখেছিল সমর্থকদের। তবে দুই তারকাকে রেখেই ঘোষণা করা হয়েছে আর্জেন্টিনার স্কোয়াড।
২২ নভেম্বর সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ(FIFA world cup 2022) মিশন শুরু করবে আর্জেন্টিনা। পরের দুই ম্যাচে মেসির দেশ যথাক্রমে মাঠে নামবে ২৬ নভেম্ব মেক্সিকোর বিরুদ্ধে ও ৩০ নভেম্বর পোল্যান্ডের বিপক্ষে।
ফিফা বিশ্বকাপ ২০২২-এ(FIFA world cup 2022) আর্জেন্টিনা স্কোয়াড-
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুল্লি, ফ্রাঙ্কো আরমানি।
ডিফেন্ডার: নিকোলাস ট্যাগলিয়াফিকো,নাহুয়েল মোলিনা, জার্মান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি,গঞ্জালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুনা, জুয়ান ফয়েথ।
মিডফিল্ডার: রদ্রিগো ডিপল, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, গুইডো রদ্রিগেজ, আলেজান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ, এক্সকুয়েল প্যালাসিওস।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, নিকোলাস গঞ্জালেজ, জোয়াকিন কোরেয়া,লাউতারো মার্তিনেজ, জুলিয়ান আলভারেজ, পাওলো দিবালা।
Image source – Google