আগামীকাল সিডনির মাঠে অনুষ্ঠিত হতে চলেছে পাকিস্তান ও নিউজিল্যান্ডের প্রথম সেমিফাইনাল।গোটা বিশ্বকাপ জুড়ে নিউজিল্যান্ডের টীম অনেক ছন্দে রয়েছে এবং পাকিস্তান দেরিতে হলেও ছন্দ ফিরে পেয়েছে। যদিও সেমি ফাইনালের মঞ্চে সামান্য হলেও এগিয়ে নিউজিল্যান্ড(Pak vs nz)। চলতি বিশ্বকাপে বারবার ক্রিকেটের পথে বাধা দিয়েছে বৃষ্টি। তাই ম্যাচের দিন আবহাওয়া কেমন থাকবে সেই দিকে চোখ রয়েছে সকলের। তাই পুরো চল্লিশ ওভার ক্রিকেট দেখতে পাওয়ার আশা করতেই পারেন ভক্তেরা।

বিশ্বকাপ শুরুর আগে নিউজিল্যান্ডেই টি-২০ সিরিজ জিতে বিশ্বমঞ্চে ‘ফেভারিট’ তকমা আদায় করে নিয়েছিলো পাকিস্তান দল। তারপর বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে হেরে যাওয়ায় ঘরে বাইরে প্রভূত সমালোচনার মুখে পড়েন বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি’রা। দুর্দান্ত কামব্যাক করে তাদের খানিক চুপ করাতে পেরেছে দল। বাকি দুই ম্যাচ জিতে যোগ্য জবাব দিতে মরিয়া থাকবে পাক শিবির। ২০২২ টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালে সেই একই ভুল আর করতে চাইবেন না হ্যারিস রউফ, নাসিম শাহ’রা। দ্বিতীয় সুযোগ পেয়ে ট্রফিই এখন লক্ষ্য তাঁদের।

পাকিস্তানের(Pak vs nz) প্রাক্তন পেসার শোয়েব আখতার ইতিমধ্যেই বলেছেন নিউজিল্যান্ড দল নাকি কেঁপে যায় পাকিস্তান’কে দেখলে। দুই দলের মধ্যে মোকাবিলার ইতিহাস দেখলে অবশ্য মনে হতে পারে খুব ভুল কিছু বলেন নি আখতার । এখনো অব্দি টি-২০ তে ২৮ বার একে অপরের বিরুদ্ধে খেলেছে পাকিস্তান এবং নিউজিল্যান্ড। তার মধ্যে ১৭ বার জিতেছে পাকিস্তান। আর কিউইদের জয় ১১ বার। বিশ্বকাপ টি-২০’র মঞ্চেও পাল্লা ভারী পাকিস্তানের দিকে। মুখোমুখি সাক্ষাতে তারা এগিয়ে ৪-২।

 

Image source – Google