শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছে টি ২০ বিশ্বকাপ ২০২২। চারটি দল টিকে রয়েছে খেতাবি লড়াইয়ে। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড এবং পাকিস্তান, দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত এবং ইংল্যান্ড।
চলতি বিশ্বকাপে বৃষ্টিপাতের কারণে একাধিক ম্যাচ পরিত্যক্ত হয়ে গিয়েছে। সেই ম্যাচগুলির ক্ষেত্রে উভয় পয়েন্ট এক পয়েন্ট করে পয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যদি সেমিফাইনাস এবং ফাইনালে বৃষ্টি হয় তা হলে কী হবে।একটি গ্রুপের শীর্ষ স্থানীয় দল দ্বিতীয় গ্রুপের দ্বিতীয় স্থানে শেষ করা দলের সঙ্গে মুখোমুখি হবে। এ ক্ষেত্রে গ্রুপ ২-এর টেবিল টপার ভারত, গ্রুপ ১-এর দ্বিতীয় স্থানে শেষ করা দল ইংল্যান্ডের(Ind vs eng) বিরুদ্ধে মুখোমুখি হবে। অপর দিক, গ্রুপ ১-এর শীর্ষ স্থানে শেষ করা দল নিউজিল্যান্ড গ্রুপ ২-এর দ্বিতীয় স্থানে শেষ করা দল পাকিস্তানের বিরুদ্ধে খেলবে।
প্রতিটা নক আউট ম্যাচের জন্যই রিজার্ভ ডে রেখেছে আইসিসি। বৃষ্টির কারণে ম্যাচ যদি খেলা না যায় বা বৃষ্টির কারণে ম্যাচের কিছুটা হওয়ার পর তা আর খেলা না হয় তা হলে পরবর্তী দিন সেই জায়গা থেকেই আবারও শুরু হবে খেলা। রিজার্ভ ডে-তে বৃষ্টির কারণে যদি খেলা আয়োজন করা সম্ভব না হয় তা হলে পয়েন্ট টেবিলে প্রথম স্থানে শেষ করা দলকে বিজয়ী ঘোষণা করা হবে এবং সে ফাইনালের জন্য কোয়ালিফাই করে যাবে। ফাইনাল ম্যাচের নির্ধারিত দিন বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে পরবর্তী দিন ম্যাচটি আয়োজন করা হবে কারণ রিজার্ভ ডে রেখেছে আইসিসি। কিন্তু রিজার্ভ ডে-তেও যদি বৃষ্টি হয় তা হলে ফাইনালে অংশগ্রহকারী উভয় দলকে যৌথ বিজয়ী ঘোষণা করা হবে।
সুপার ১২-এ গ্রুপ ২-এর শীর্ষে থেকে শেষ চারে পৌঁছিয়েছে ভারত। বৃহস্পতিবার বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল ইংল্যান্ডের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া(Ind vs eng)। এই ম্যাচটি খেলা হবে। অ্যাডিলেডে ভারতীয় সময় দুপুর দেড়টা থেকে এই ম্যাচ শুরু হবে। এটি দ্বিতীয় সেমিফাইনাল। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড এবং পাকিস্তান। মিডনিতে এই ম্যাচটি ভারতীয় সময় দুপুর দেড়টা থেকে খেলা হবে।
Image source – Google