প্রতিদিনের মতোই প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন ৮৩ বছরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (Central Intelligence Agency) অবসরপ্রাপ্ত গোয়েন্দা আধিকারিক আর এস কুলকার্নি (R N Kulkarni)।রাস্তার একপাশ দিয়ে হাঁটছিলেন তিনি।কিন্তু তারপরও হঠাৎই একটি বেপরোয়া গাড়ি তাকে ধাক্কা মেরে চলে যায়।এরপর সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয় না।হাসপাতলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।জানা গেছে এই ঘটনাটি ঘটেছে কর্নাটকের মাইসুরুতে।

ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শীদের দাবি,রাস্তার ধার দিয়েই হাঁটছিলেন অশীতিপর ওই বৃদ্ধ।সেই সময় আচমকাই একটি গাড়ি এসে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে যায়।গাড়িতে কোনও নম্বরপ্লেট ছিল না।ফলে পুলিশকেও গাড়ি সম্পর্কে কোনও হদিস দিতে পারেননি প্রত্যক্ষদর্শীরা।গুরুতর জখম অবস্থায় কুলকার্নিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্‍সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই অজ্ঞাতপরিচয় ব্যক্তির নামে মামলা দায়ের করেছে পুলিশ।যদিও পুলিসের প্রাথমিক অনুমান,বেগতিক চালানোর ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে।তবে এটি কোনও পরিকল্পিত খুন নাকি ব্যক্তিগত শত্রুতার কারণে এমনটা ঘটেছে তাও তদন্ত করে দেখছে পুলিশ।সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটিকে শনাক্তকরণের চেষ্টা চালাচ্ছে।পাশাপাশি,কুলকার্নির ব্যক্তিগত কোনও শত্রুতা ছিল কি না তা-ও জানার চেষ্টা করছে তারা।

 

আরো পড়ুন:BJP:বিজেপির নেতার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনলো দলেরই কর্মী