বায়দূষণ নিয়ে আরও কঠোর (Delhi) দিল্লি। গত কয়েকদিনে ক্রমাগত খারাপ হয়েছে দিল্লির পরিবেশ।
বিষাক্ত বাতাসের প্রেক্ষিতে রাজধানীতে একগুচ্ছ কড়াকড়ি জারি হয়েছে।
নয়ডাতে বন্ধ থাকবে স্কুল, স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দিল্লিতেও। আপাতত বাড়ি থেকেই পঠন পাঠন চালাবে শিক্ষার্থীরা।
সঙ্গেই সিদ্ধনাত নেওয়া হয়েছে, দিল্লির (Delhi) ৫০ শতাংশ সরকারি কর্মীরা বাড়ি থেকে কাজ করবেন।
পরিস্থিতি নিয়ে আজ সাংবাদিক বৈঠক করেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।
বৈঠকে কেজরিওয়াল জানান, বায়ুদূষণ নিয়ন্ত্রণে দায়বদ্ধতা রয়েছে আপের। সঙ্গেই জানান, মাত্র কয়েকমাসেই পাঞ্জাব সরকার বায়ুদূষণ
নিয়ন্ত্রণের চেষ্টা করেছে সর্বোচ্চ ভাবে। আগামী কয়েকবছরে পরিস্থিতির উন্নতি ঘটবে বলেও জানিয়েছেন তিনি।
সঙ্গেই বলেন, এই দূষণের জন্য শুধু দিল্লি বা পাঞ্জাব দায়ী নয়, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থানেও বায়ুদূষণ গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রোনের জন্য যৌঠ লড়াইয়ের আর্জি জানিয়েছেন খোদ কেজরি।
তিনি বলেন, একে অপরের দিকে দোষারোপ না করে সমগ্র উত্তর ভারতে বাঁচাতে কেন্দ্রের সাহায্য চেয়েছেন।