বুধবারের পর বৃহস্পতিবারও অনুব্রত মন্ডলের (Anubrata Mondal) মেয়ে সুকন্যা মন্ডলকে (Sukanya Mondal) ফের তলব করেছে ইডি।জানা গিয়েছে,গতকাল জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি।তাই আজ ফের তাকে তলব করা হয়েছে।সেইমতো দেখা যায়,বৃহস্পতিবার সকালেই দিল্লিতে এপিজে আবদুল কালাম রোডে তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দেন সুকন্যা।ফাইল হাতে ঢুকতে দেখা যায় তাঁকে।
তবে এদিন শুধু সুকন্যা নন,পাশাপাশি অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব ভট্টাচার্য ও হিসাব রক্ষক মণীশ কোঠারীও পৌঁছন ইডি দফতরে।নথি সহ এ দিন পৌঁছন তাঁরা।সূত্রের খবর,প্রথমে তাঁদের আলাদা-আলাদা জিজ্ঞাসাবাদ করা হলেও, দ্বিতীয় দফায় মনে করা হচ্ছে সুকন্যা-রাজীব ও মণীশকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারেন ইডি আধিকারিকরা।
এদিকে আরো জানা যাচ্ছে,গতকালের মতোই আজও ফের সায়গলের সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তাকে।
এদিকে দিল্লির পাশাপাশি আজ কলাকাতায় গরু পাচার মামলা নিয়ে সক্রিয় সিবিআই।বীরভূম জেলা তৃণমূল সভাপতির অত্যন্ত ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের মধ্যে একজন নানুরের আবদুল কেরিম খান।বীরভূম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবদুল কেরিম খানকেও আজ ডেকে পাঠিয়েছে সিবিআই।এর আগে কেরিমের নানুরের বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই।উদ্ধার হয়েছে বেশ কিছু নথি।তা নিয়ে আগেই একবার সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন ওই তৃণমূল নেতা।আবারও তলব করা হলো তাকে।