৩ রা নভেম্বর গুজরাট বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণার ঠিক আগে (BJP) বিজেপির রাজ্য কোর কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে।
বৈঠকে যোগ দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। সকাল ১০টায় বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে। গান্ধীনগরের কমলাম অফিসে বৈঠক হবে।
বিজেপির সভায় যোগ দিতে গভীর রাতে আহমেদাবাদে পৌঁছেছেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া এবং পুরুষোত্তম রুপালা।
গুজরাট বিজেপির (BJP) ইনচার্জ ভূপেন্দ্র যাদবের নেতৃত্বে বৈঠক হবে বলে জানা গিয়েছে।
বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং রাজ্য বিজেপি সভাপতি সিআর পাটিল সহ বিশিষ্ট নেতারা।
গুজরাটে ১৮২ টি বিধানসভা আসন রয়েছে। এই আসনে টিকিট বণ্টন নির্ধারণের জন্য বিজেপির কোর কমিটির বৈঠক হয়েছে।
এটি প্রার্থী তালিকা প্রকাশের আগে টিকিট বণ্টন নিয়ে এক ধরনের মহড়া। তথ্য অনুযায়ী, তিনটি নামের একটি প্যানেল করা হয়েছে।
নাম বাছাই করা হবে এবং তারপর বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সামনে রাখা হবে। দলের চেষ্টা থাকবে খুব স্বচ্ছভাবে টিকিট নির্ধারণ করা যায়।