বৃষ্টি না হলে বাংলাদেশ (India Vs Bangladesh) জিতে যেতে পারত। কিন্তু আচমকা বৃষ্টি এসে তাল কেটে দিল বাংলাদেশের। তারা ভারতের কাছে হারল ৫ রানে। টি ২০ বিশ্বকাপে সেমিফাইনালের পথে রোহিত শর্মার দল।

সাত ওভার পর্যন্ত বাংলাদেশের ব্যাটিং ইনিংস চলার সময় মনে হয়েছিল খেলা ভারতের বিপক্ষে যেতে পারে। তারপরেই এল বৃষ্টি, সাময়িক ছন্দপতন।  বাংলাদেশের কাছে জয়ের লক্ষ্য ছিল ৫৪ বলে ৮৫ রান। হাতে দশ উইকেট ছিল। কিন্তু সময়ের চাপে পেরে উঠল না সাকিবরা। বরং অর্শদীপ, সামিদের দাপটে ভারত জিতে গেল অনায়াসেই।

ভারতীয় দলের ১৮৪/৬ রানের বিনিময়ে বাংলাদেশ করেছে ১৪৫/৬ । বুধবার অ্যাডিলেড ওভালে বিরাট কোহলির ইনিংস মনে গেঁথে থাকবে। ৪৪ বলে ৬৪ রান করেছেন কোহলি, যার মধ্যে রয়েছে ৮টি চার ও একটি ছয়। পাশাপাশি লোকেশ রাহুলের ৫০ রানও কাজে এসেছে। এমনকি সূর্যকুমার যাদবের ৩০ রান দলের রানকে বড় করে আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।

বাংলাদেশের(India Vs Bangladesh) ব্যাটসম্যানদের মধ্যে লিটন দাসের অবদান ২৭ বলে ৬০রান, তিনি মেরেছেন সাতটি চার ও তিনটি ওভার বাউন্ডারি। লিটন ও শান্ত যতক্ষণ খেলেছেন, সেইসময় মনে হচ্ছিল বাংলাদেশের জয় শুধুই সময়ের অপেক্ষা। কিন্তু লিটনের রানআউটই টার্নিং পয়েন্ট। রাহুলের থ্রোতেই জীবন শেষ লিটনের। সাকিব ১৩ রানে আউট হন। পাশাপাশি শেষ দিকে ১৪ বলে ২৫ রানের দুরন্ত ইনিংস খেলেছেন নুরুল হাসান।

 

Image source – Google