যুবরাজ রাহুলের (Rahul) ভারত জোড়ো যাত্রায় সামিল হলেন দলিত নেতা রোহিত ভেমুলার মা রাধিকা ভেমুলা।

এই পদযাত্রা আজ, মঙ্গলবার তেলেঙ্গানায়। রোহিতের মা এদিন সকালেই রাহুলের পদযাত্রায় সামিল হন।

যুবরাজকে তিনি শুভেচ্ছা জানান। পরে রাহুল গান্ধি নিজের টুইটার হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করেন। টুইট করেন রাধিকা ভেমুলাও।

রাধিকা ভেমুলা লেখেন, রাহুল গান্ধি এবং তাঁর কর্মসূচিকে সমর্থন জানাতে আজ, মঙ্গলবার ভারত জোড়ো যাত্রায় সামিল হলাম।

রাহুল গান্ধির এই কর্মসূচির মূল উদ্দেশ্য দেশকে রক্ষা করা, দেশের সংবিধানকে রক্ষা করা। রক্ষা করা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ।

আমি আন্তরিকভাবে এই কর্মসূচির সাফল্য কামনা করি। কংগ্রেসের টুইটার হ্যান্ডেলেও রাহুলের সঙ্গে রাধিকা ভেমুলার ছবি পোস্ট করা হয়েছে।

রাহুল গান্ধি (Rahul) গত আট সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রার সূচনা করেন।

সূচনাকালে তাঁর সঙ্গে ছিলেন দলের প্রবীণ নেতা কেসি বেণুগোপাল, পি চিদাম্বরম, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।

রাহুলের এই কর্মসূচিতে অংশ নিয়েছেন আরও ১১৮ জন।

এই পদযাত্রা ১২টি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দিয়ে অতিক্রম করে আগামী বছর ফেব্রুয়ারিতে শেষ হবে।

ভারত জোড়ো যাত্রা যাবে মোদির রাজ্য গুজরাতে। শুরু থেকে এই যাত্রা বিপুল সাড়া পেয়েছে।

শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে, শরদ-কন্যা সুপ্রিয়া রাহুলকে সমর্থন জানিয়েছেন।

মহারাষ্ট্রে এই যাত্রা যেদিন প্রবেশ করবে, সেদিন তাঁরা সামিল হবেন বলেও আশ্বাস দিয়েছেন।

আসন্ন কয়েকটি রাজ্যে বিধানসভা ভোট। তার আগে এই ভারত জোড়ো যাত্রা যে বিজেপির কাছে চিন্তার কারণ হয়ে উঠেছে, সে বিষয়ে নিশ্চিত রাজনৈতিকমহল।