বাংলার রক সংগীত প্রেমীরা পটা (Singer Pota) কে চেনেনা এমনটা হতেই পারে না। কেবলমাত্র রক সংগীত কেন , বাংলার সকল সঙ্গীতপ্রেমীরাই এককথায় বাংলা ব্যান্ড ক্যাকটাসের জনপ্রিয় ভোকালিস্ট পটাকে চেনে। গায়কের আসল নাম অভিজিৎ বর্মন। সম্প্রতি, তারই একটি ফেসবুক পোস্টে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। তিনি রবিবার দিন তার ফেসবুকে একটি লেখা পোস্ট করেন, যাতে লেখা ছিল, ” ওরকম ব্যান্ড যেখানে অন্তেষ্টি থাকে, সেখানে আমি প্রশ্রয় দিই না জয়গুরু।” এরপরই শুরু হয় নানা বিতর্ক ।
এর আগেও একবার ক্যাকটাস ছেড়েছিলেন গায়ক (Singer Pota)। আবার পরে সম্পর্ক শুধরে ফেলেছিলেন তিনি। তারপর আবার সেই সম্পর্ক নিজেই ভেঙে ফেললেন ! এরপর একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমকে পচা জনন, “কিছু বিষয় নিয়ে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। তবে এই মুহূর্তে সবটা সঠিক।” আরো বলেন, ” যখন ব্যান্ডের প্রোমোশনাল কিছু হচ্ছিল , তখন আমি তার ছবি কি আছে, কোথায় পোস্ট হচ্ছে তা জিজ্ঞেস করলে কেউ অতটা পাত্তা দেয়নি। তা নিয়ে খারাপ লাগা তৈরি হয়। অভিমান হয়েছিল।” এই অভিমানের জেরে তিনি ফেসবুকে পোস্ট করে ফেলেন। আর তার সঙ্গে আরো বলেন , “আমার সঙ্গে কিছু কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়। তবে ব্যান্ড ছাড়বো বলে কিছু ঠিক করিনি। ”
ক্যাকটাস ব্যান্ড ৩০ বছর পূর্ণ করে ফেলেছে। মাঝখানে পটার (Singer Pota) অনেকদিন সম্পর্ক ছিল না ব্যান্ডের সাথে। ২০০৪ সাল নাগাদ তিনি নিজের মতো করে তার ক্যারিয়ারের যাত্রা শুরু করেছিলেন। তখন সিধুর হাত ধরে ক্যাকটাস ব্যান্ড এগিয়েছিল । তারপর ১৭ বছর পর ক্যাকটাসে ফিরে আসেন তিনি। এক মঞ্চে গান করেন সিধু-পটা । আবার সেই সম্পর্ক ভেঙে যাচ্ছে এই ভেবে মন খারাপ করেছিল অনেক ক্যাকটাস প্রেমী। তবে পটা তার কথার মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন যে তিনি এই ব্যান্ড ছাড়ছেন না।
আরও পড়ুন :hair brakeage :চুলের খুব তাড়াতাড়ি আগা ফেটে যাচ্ছে? দেখে নিন এর উপায়