আজ রাজ্যের প্রাক্তন (Partha Chatterjee) শিক্ষামন্ত্রী আবার আদালতে পেশ করা হবে মাসখানেক অতিবাহিত হবার পর।
বেশখানিকটা সমস্যার মধ্যে পরতে হয়েছিল তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের ভার্চুয়াল শুনানি নিয়ে।
এবার পার্থকে আদালতে তোলার ক্ষেত্রে সমস্যার কথা জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই নিরাপত্তার কারণ দেখিয়ে।
কিন্তু আদালত এবার সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে।
সেই জন্যই নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের মামলায় আজ কোর্টে হাজির হবেন পার্থ চট্টোপাধ্যায়।
এসএসসি নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বিরুদ্ধে ইডির কাছে বহু ‘প্রমাণ’ রয়েছে বলে দাবি সূত্রের।
তাদের কাছ থেকে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে পাওয়া বহু তথ্যই আজ আদালতে জানাবেন কেন্দ্রীয় সংস্থার আইনজীবী।
পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী ফের একবার তার মক্কেলের জামিনের আবেদন জানাতে পারেন।
সেক্ষেত্রে পার্থের বিরুদ্ধে ‘প্রভাবশালী’ হওয়ার যুক্তি দেখিয়ে জামিন আবেদনের বিরোধিতা করবে সিবিআই।
জানা গিয়েছে, আজ এসএসসি-র গ্রুপ সি এবং নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া মামলার শুনানি হবে।
এছাড়াও আজ ইডির একটি মামলায় ভার্চুয়াল শুনানিতে হাজির করানো হবে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে।
আলিপুর আদালতে ঢোকার পথে মেজাজ হারালেন পার্থ চট্টোপাধ্যায়।
সংবাদমাধ্যমের প্রশ্নে রীতিমতো ধমক দিলেন তিনি। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ কি সত্যি?
প্রশ্ন শুনেই মেজাজ হারালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। আঙুল উঁচিয়ে দুর্নীতির দায়ে অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী বললেন, “চুপ করে থাকুন।”
সোমবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর আদালতে তোলা হয় পার্থ চট্টোপাধ্যায়কে।
আদালতে যাওয়ার পথেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই তাঁকে দেখেই প্রশ্ন করেন উপস্থিত সাংবাদিকরা। সেই প্রশ্ন শুনেই মেজাজ হারান প্রাক্তন শিক্ষামন্ত্রী।