বাংলার (West Bengal) রাজনীতিতে আসন্ন নভেম্বর মাস বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। অন্তত রাজনৈতিক মহল এমনটাই মনে করছে।
নভেম্বর মাসের শুরুতে রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মাসের শেষে রয়েছে নরেন্দ্র মোদীর সফর।
তাই পশ্চিমবঙ্গের রাজনীতি বেশ গুরুত্বপূর্ণ মোড়ে আসতে পারে এমনটাই মনে করা হচ্ছে। কারণ এই দুই কর্মসূচীতে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নভেম্বরের শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে আসতে পারেন নমামি গঙ্গে কর্মসূচির জন্য।
যদি বড় কোন পরিবর্তন না হয় তাহলে সেক্ষেত্রে মোদীর এই সফর প্রায় নিশ্চিত।
দিল্লিতে গিয়ে মমতা যখন বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রীর সেই তখন
থেকেই মোদীর সফর ঘিরে জল্পনা শুরু হয়। যদি এই সফর সত্যিই হয় তাহলে দিল্লির পরে এটিই হতে চলেছে মমতা-মোদীর মুখোমুখি সাক্ষাত্।
আগামী ৫ নভেম্বর পূর্বাঞ্চল পরিষদে বৈঠকে যোগ দিতে (West Bengal) কলকাতায় আসতে পারেন অমিত শাহ।
আর সেখানেই মমতার মুখোমুখি হবেন তিনি কারণ ওই বৈঠকে পরিষদের ভাইস চেয়ারপার্সন হিসেবে থাকার কথা মুখ্যমন্ত্রীর মমতার।
মোদীর সফরই একেবারে সরকারি কারণে। সেই সফরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি কী রাজনৈতিক কিছু আলোচনা করবেন?
বিশেষজ্ঞরা যদিও সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না একেবারেই। তবে সব জল্পনা সম্ভাবনার উত্তর মিলবে নভেম্বর মাসেই!