দেখতে দেখতে চলে এসেছে ভাইফোঁটা। আর ভাইফোঁটায় স্পেশাল রেসিপি না হলে চলে নাকি। বাঙালি পাতে মাছ থাকবে না এটা হতে পারে না। কথায় আছে না মাছ ভাতে বাঙালি! এছাড়াও মাছ অনেক পুষ্টিকর । মাছের মধ্যে ইলিশ মাছ বাঙালির খুব প্রিয়। আর যদি কোন উৎসবের দিনে ইলিশ বানান তাহলে তো কোনো কথাই নেই।এবার একটু অন্য রকম ইলিশ রেসিপি ইলিশ বিরিয়ানি যা বাড়ির সবাই চেটেপুটে খাবে।

যা লাগবে : বাসমতি চাল-২ কাপ, ইলিশ মাছ- ৩০০ গ্রাম, ঘি-১২৫ গ্রাম, আস্ত গরম মসলা-এলাচ, দারুচিনি-লবঙ্গ (৩টি করে) তেজপাতা-৪টি, জায়ফল গুঁড়ো আধা চা চামচ, চিনি ১চা চামচ, আদা বাটা, ১ চা চামচ, মরিচ গুঁড়ো আধা চা চামচ, খুব ছোট গোল মরিচ ৪টি, হলুদ আধা চা চামচ।

ইলিশ বিরিয়ানি ( Ilish biriyani )বানানোর জন্য মাছ ছোট ছোট টুকরো করে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো ও আদা বাটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। পরে তেল গরম করে ভেজে তুলে নিন। আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ভেজে তুলুন। চাল ধুয়ে জল ঝরিয়ে রাখুন।

ডেকচিতে ঘি ঢেলে গরম মসলা, তেজপাতা ও চাল ছেড়ে একসঙ্গে নেড়েচেড়ে অল্প ভেজে চারকাপ ফুটন্ত জল , লবণ ও চিনি দিয়ে ঢেকে দিন। ফুটে উঠলে আঁচ কমিয়ে দিন। যখন চাল প্রায় সিদ্ধ হয়ে সব জল শুকিয়ে আসবে তখন ঢাকা খুলে ইলিশ মাছ, আলু, জয়ফল দিয়ে সাবধানে নেড়ে ওপরে কাঁচামরিচ দিয়ে ঢেকে খুব কম আঁচে দশ মিনিট দমে বসিয়ে রেখে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন ইলিশ বিরিয়ানি ।( Ilish biriyani)

Image source – Google