কিছুক্ষণ আগেই শুরু হয়ে গিয়েছে শ্রীলঙ্কার বনাম অস্ট্রেলিয়া ম্যাচ। এর আগেই করোনায় আক্রান্ত হলেন অজি স্পিনার অ্যাডাম জাম্পা। এরপর প্রশ্ন উঠছে তাহলে কি তাঁকে প্রথম একাদশে কি রাখা হবে? যদিও আইসিসির নতুন নিয়ম অনুযায়ী করোনায় আক্রান্ত হলেও খেলতে পারবে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে জানানো হয়েছে, সোমবার রাত থেকে অ্যাডাম জাম্পার শরীরে মৃদু উপসর্গ দেখা গিয়েছিল। সেই জন্য মঙ্গলবার তার করোনা পরীক্ষা করা হয়। আর সেই রিপোর্ট পজিটিভ আসে। এখনও পর্যন্ত জাম্পার শরীরে উপসর্গ রয়েছে। আইসিসির নতুন নিয়ম, করোনায় আক্রান্ত হলেও মাঠে নামতে পারবেন। তিনি ব্যাট, বল, ফিল্ডিং করতে পারবেন। কিন্তু বাকিদের থেকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বের চতুর্থ দিনের ম্যাচ অর্থাৎ, অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা ম্যাচটি পারথের অপ্টাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। ভারতীয় সময় অনুযায়ী ম্যাচ শুরু হয়েছে বিকেল ৪.৩০ মিনিট নাগাদ। তবে নিয়ম অনুযায়ী, ম্যাচের ৩০ মিনিট আগে অর্থাৎ, ৪.০০টে নাগাদ টস হবে।

 

Image source – Google