আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২২-এ(T20 world cup) সুপার ১২-এর ম্যাচে বাংলাদেশ ৯ রানে পরাজিত করল নেদারল্যান্ডসকে। হবার্টের বেলারভি ওভালে বাংলাদেশ শেষ পর্যন্ত জয় পেলেও নেদারল্যান্ডসের বিরুদ্ধে বেশ কঠিন লড়াইয়ের সম্মুখীন হতে হয়েছিল টাইগারদের। ক্রিকেট সার্কিটের খুব একটা পরিচিত দল না হলেও বাংলাদেশকে চাপে ফেলে দিয়েছিল নেদারল্যান্ডস।
সোমবারে টি-টোয়েন্টি বিশ্বকাপে(T20 world cup) নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমেছিল বাংলাদেশ। সুপার ১২ পর্যায়ে তাদের মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে শেষ হাসি হাসল টাইগাররা। চার উইকেট তুলে নিয়ে ম্যাচের নায়ক বাংলাদেশের তাসকিন আহমেদ। অল্পের জন্য সোমবার হ্যাটট্রিক মিস করেছেন বাংলাদেশি পেসার। তবে শেষ বল পর্যন্ত মরিয়া লড়াই করেছেন ডাচ ব্যাটাররা। কুড়িতম ওভারের একেবারে শেষ বলে গিয়ে অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস।
টুর্নামেন্টের দ্বিতীয় পর্যায়ে(T20 world cup) উঠে নেদারল্যান্ডসের বিরুদ্ধেও মাঝখানে ম্যাচ থেকে প্রায় হারিয়ে গিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। দুর্বল নেদারল্যান্ডসের বোলিংয়ের সামনেও কাঁপছিলেন ব্যাটাররা। কুড়ি ওভারে ১৫০ রানের গণ্ডিও পেরতে পারেনি টাইগাররা। মাত্র ৭৬ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। আক্রমণাত্মক ভাবে ব্যাটিং শুরু করেও সেই ছন্দ ধরে রাখতে পারেনি বাংলাদেশ।
তবে নেদারল্যান্ডস ইনিংসের শুরুতেই বড় ধাক্কা দেন তাসকিন। প্রথম ওভারেই পরপর দু’বলে দুটি উইকেট তুলে নেন তিনি। অল্পের জন্য হ্যাটট্রিকের সুযোগ তাঁর হাতছাড়া হয়। তবে ধাক্কা সামলে পালটা লড়াই শুরু করেন ডাচ ব্যাটাররা। ৪৮ বলে ৬২ রানের অনবদ্য ইনিংস খেলেন কলিন আকেরম্যান। উলটো দিকে যোগ্য সঙ্গতের অভাবে ম্যাচ জিতিয়ে আসতে পারেননি তিনি। ডেথ ওভারে বল করতে এসে আবার ধাক্কা দেন তাসকিন। ম্যাচের শেষে তাঁর পরিসংখ্যান, ২৫ রান দিয়ে চার উইকেট। তবে বোলারদের দাপটে ম্যাচ জিতে গেলেও, ব্যাটিং নিয়ে বাংলাদেশের চিন্তা রয়েই যাবে।
Image source – Google