চাকদায় বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যাওয়ার পথে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহার (Rahul Sinha) গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল। সূত্রের খবর,অভিযোগের আঙুল ডিওয়াইএফআইয়ের বিরুদ্ধে।

জানা গিয়েছে শনিবার চাকদায় নিয়োগের দাবিতে চাকরিপ্রার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে ডিওয়াইএফআই-এর একটি বিক্ষোভ কর্মসূচি চলছিল। সেই সময় গাড়ি নিয়ে ওই সভাস্থলের ভিতর দিয়ে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন রাহুল সিনহা, জগন্নাথ সরকার-সহ অন্যান্য বিজেপি নেতারা। বাম কর্মী সমর্থক ও সাধারণ মানুষের জমায়েত থাকায় বিজেপি নেতাদের গাড়ি আটকে পড়ে।

ডিওয়াইএফআই এর অভিযোগ, এরপর বিজেপি কর্মীরা প্রথমে হাতাহাতি শুরু করে। বামকর্মীদের উপর চড়াও হয় গেরুয়া বাহিনী। এরপর ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়।

বিজেপির অভিযোগ, বামেরা রাহুল সিনহার গাড়িতে হামলা চালায়। যদিও পদ্ম শিবিরের অভিযোগ অস্বীকার করেছেন ডিওয়াইএফআই কর্মীরা। অন্যদিকে ঘটনার খবর পৌঁছয় চাকদা থানায়। খবর ঘটনাস্থলে এসে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। হাতাহাতিতে জখম হয়েছেন দুই পক্ষের বেশ কয়েকজন।

এই পুরো ঘটনা নিয়ে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, “আমি আসব জানতে পেরে তৃণমূল তাদের দোসর সিপিএমকে দিয়ে পথ অবরোধ করায়। তৃণমূলের লোকেরাই সিপিএমের ঝাণ্ডা নিয়ে আমার গাড়ি ভাঙচুর করেছে।”

 

আরো পড়ুন:Jhuma Goshwami:নেত্রীর রহস্যমৃত্যু!আত্মঘাতী লকেট ঘনিষ্ট বিজেপির মহিলা মোর্চার নেত্রী