রাজ‌্য বিজেপির (BJP) সভাপতি হতে চলেছেন শুভেন্দু অধিকারী। নভেম্বর-ডিসেম্বরেই ঘোষণা হবে। শুভেন্দু বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা দিয়ে দেবেন।

বিরোধী দলনেতা হবেন মনোজ টিগ্গা। মনোজ বর্তমানে বিজেপির পরিষদীয় দলের মুখ‌্য সচেতক।

আর বিজেপির রাজ‌্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় সম্পাদক পদে যাবেন।

সংসদীয় দলের কোনও পদও তাঁকে দেওয়া হতে পারে। এখন বঙ্গ বিজেপিতে যে সব সাংগঠনিক রদবদলগুলো চলছে সেই প্রক্রিয়ার একদম শেষ পর্যায়ে এই ঘোষণা হবে বলে দলীয় সূত্রে খবর।

শুভেন্দুকে রাজ‌্য সভাপতি পদে নিয়ে আসার বিষয়টি নিয়ে দলের নয়া পর্যবেক্ষকরা ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ বসে ঠিকঠাক করে ফেলেছেন বলে জানা গিয়েছে।

এবার দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কথা বলে চূড়ান্ত সবুজ সংকেত নেওয়া হবে।

আরএসএস চাইছে দিলীপ ঘোষকে সক্রিয় করতে। দিল্লি বলছে, দিলীপ সর্বভারতীয় সহ-সভাপতিই থাক। সহ-সভাপতি পদে রেখেই বাংলায়

কোনও বাড়তি দায়িত্ব দিলীপ ঘোষকে দেওয়া যায় কি না সেটা খতিয়ে দেখছে কেন্দ্রীয় নেতৃত্ব।

ইতিমধ্যে বঙ্গ বিজেপির (BJP) কোর কমিটি ঘোষণা হয়েছে। জোন ও বিভাগের দায়িত্ব বণ্টন নিয়েও ক্ষোভ শুরু হয়েছে।