‘বোকা বাক্স ছাড়া বিরোধীদের আর দেখা যায় না’ শুক্রবার বারাসাতে টাকি রোড সংলগ্ন আগুয়ান সংঘের কালীপুজোয় গিয়ে এমনি মন্তব্য করেন অশোকনগরের বিধায়ক নারায়ন গোস্বামী (Narayan Goswami)।মূলত, বারাসাতে শ্যামা পুজোয় নজর কাড়ে বেশ কয়েকটি পূজো।তার মধ্যে অন্যতম হলো বারাসাত টাকি রোড সংলগ্ন আগুয়ান সংঘের কালীপুজো।এবছর তাদের পুজো ৫০ বছরে পদার্পণ করেছে।

আর তাই এবছর তাদের পুজোর মূল আকর্ষণ পঞ্চাশ ফুটের কালীপ্রতিমা।আর শুক্রবার সেই পুজো মণ্ডপে উপস্থিত ছিলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী।এখান থেকেই এদিন নারায়ণ গোস্বামীর একটি গানের ক্যাসেট উদ্বোধন হয় এদিন।এরপরই সংবাদমাধ্যমের সম্মুখীন হয়ে একের পর এক বিষয় নিয়ে মুখ খোলেন তিনি।

পঞ্চায়েত ভোট নিয়ে তিনি বলেন,- দল নির্দেশ দিয়েছে,গণতান্ত্রিকভাবে স্বচ্ছ ভোট হবে মানুষ যা বিচার করবে তাই আমরা মেনে নেব।সেই রায় যদি আমাদের বিপক্ষে যায়, তাহলে কোন ব্যাপার না।আমরা আবার মানুষের কাছে আসা চেষ্টা করব।আর এরপরই বিরোধীদের প্রসঙ্গে টেনে তিনি কটাক্ষ করে বলেন,-আমি প্রতিদিন সারা জেলে ঘুরে কোথাও বিরোধীদের রাজনৈতিক কর্মসূচি পায় না।কিন্তু রাতে এসে যখন টেলিভিশন খুলি,তখন বোকা বাক্সের মধ্যে দেখি বিরোধীদের কথা বলতে।তখন বুঝি বিরোধীরা রয়েছে।এটাই আমি বলব তারা টিভিতে থাক,তারা মিডিয়াই থাক, তারা প্রচারে এবং টকশো-এ থাক,আর আমরা মানুষের সাথে থাকবো।

এরপরই বৃহস্পতিবার রাতে আন্দোলনকারীদের জোর করে, টেনে হিচরে পুলিশের তোলা নিয়ে তিনি মন্তব্য করেন,-এটা কোর্টের একটা নির্দিষ্ট নিয়মে পুলিশ করেছে।পুলিশকে নির্দেশ দিয়েছিল,নিত্য যাতায়াতকারীদের অসুবিধা হচ্ছে।তাই তাদের সেখান থেকে সরিয়ে দিতে।পুলিশ তো কোর্টের নির্দেশ পালন করেছে। তিনি আরো বলেন,-বর্তমানে ২০১৭ টেট উত্তীর্ণকারীরা পাল্টা আন্দোলন করছে।তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী পার্থ বসুর বক্তব্য হচ্ছে,নিয়োগ হোক কিন্তু সেটা নির্ভীগ্নে হোক।কিন্তু বিরোধীরা সেটা চাইছে না।

 

আরো পড়ুন:Congress:হিন্দু ধর্মের অন্ধকার দিকগুলি দূর করতে আরএসএস প্রধানমন্ত্রীকে ব্যবহার করছে,বিস্ফোরক উদিত রাজ!