নিজের বাড়ি ফেরার পথে বড়সর দুর্ঘটনার কবলে পড়ল এবার রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehasis Chakraborty) গাড়ি।জানা গেছে,বৃহস্পতিবার রাতে কলকাতা থেকে বাড়ি ফেরার পথে হুগলি জেলার ডানকুনিতে এই দুর্ঘটনাটি ঘটে। তবে, মন্ত্রীর কোনও আঘাত লাগেনি, তিনি অক্ষতই রয়েছেন।

ডানকুনি থানার পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত তখন ১০.৩০ মিনিট হবে, ডানকুনির মাইতি পাড়ার কাছে পরিবহণমন্ত্রীর গাড়িতে ধাক্কা মারে একটি লরি। মন্ত্রী ওই সময় কলকাতা থেকে কোন্নগরের কানাইপুরে নিজের বাড়িতে ফিরছিলেন।

মাইতিপাড়ার কাছে যানজটে ফেঁসেছিল মন্ত্রীর গাড়িটি। ওই গাড়ির পিছনে থাকা একটি লরি সেই সময় ওভারটেক করতে গিয়ে মন্ত্রীর গাড়িটিতে ধাক্কা মারে। গাড়িটির ডান দিকের পিছনের অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়িটিতে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehasis Chakraborty) ছাড়াও তাঁর দেহরক্ষী এবং গাড়িচালক ছিলেন।

দুর্ঘটনায় আহত হননি কেউই। প্রাথমিক শুশ্রুষার পর কোন্নগরে নিজের বাড়িতেই ফিরেছেন পরিবহণমন্ত্রী। তবে এই ঘটনায় চালক এবং লরিটিকে আটক করেছে ডানকুনি থানার পুলিশ।

 

আরো পড়ুন:TET:মধ্যরাতে টেট চাকরিপ্রার্থীদের ওপর পুলিশি জুলুম!রাজ্যজুড়ে প্রতিবাদে ঝড়