রক্ষাকবচ থাকতেও পলাশীপাড়ার বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)‌। আর তা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন মানিক ভট্টাচার্যের আইনজীবী। কিন্তু এবার সর্বোচ্চ আদালত থেকেই ধাক্কা খেলেন মানিক।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট তাঁর আবেদন খারিজ করে জানিয়ে দিল, ইডি হেফাজতেই থাকতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করেছে।

পাশাপাশি, সুপ্রিম কোর্ট এদিন এটাও পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারবে ঠিকই, কিন্তু মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না। ৪ সপ্তাহ পর সিবিআইকে রিপোর্ট জমা দিতে হবে। অর্থাত্‍ সুপ্রিম কোর্টে আপাত স্বস্তি পেলেন মানিক ভট্টাচার্য। যদিও ইডির গ্রেফতারি মামলায় এদিন রায়দান স্থগিত রেখেছে আদালত। তাই ইডি হেফাজতেই থাকতে হবে মানিক ভট্টাচার্যকে। তবে সিবিআই মামলায় রক্ষাকবচ পেলেও, ইডির গ্রেফতারির ক্ষেত্রে আর রক্ষা পেলেন না মানিক ভট্টাচার্য। তাঁকে ইডির গ্রেফতারের সিদ্ধান্ত একদম সঠিক বলেই জানানো হয়েছে শীর্ষ আদালতের তরফে।

প্রসঙ্গত, ১০ অক্টোবর সিজিও কমপ্লেক্সে রাতভর টানা জেরার পর আর্থিক তছরুপের অভিযোগে মানিককে গ্রেফতার করে আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে মানিকের বিরুদ্ধে বয়ানে অসঙ্গতির অভিযোগও আনা হয়।

 

আরো পড়ুন:Manik Bhattacharya : পরীক্ষার আগে প্রশ্ন‌ পৌঁছে যেত মানিকের ট্রেনিং সেন্টারে