২৯ বছর বয়সী ফাস্ট বোলার প্যাট কামিন্সকে অস্ট্রেলিয়ার ২৭ তম ওডিআই অধিনায়ক হওয়ার অনুমোদন দেওয়া হলো।অ্যারন ফিঞ্চের পর এবার প্যাট কামিন্সদলের দলের নায়ক করার সিদ্ধান্ত নিলেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

কামিন্স সীমিত ওভারে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করা প্রথম পেস বোলার হতে যাচ্ছেন।অধিনায়কত্বের পূর্ব অভিজ্ঞতা থাকায় নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে অনেকেই দেখতে চাওয়া হয়েছিল কামিন্সকে।

গত বছর টেস্টে দায়িত্ব দেয়া হয়েছিল কামিন্সকে(Pat Cummins)।অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সদস্য বেন অলিভার জানিয়েছেন, ” প্যাট কামিন্সই আগামী ২০২৩ বিশ্বকাপ সহ অন্যান্য ওডিআই ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়ার যোগ্য ব্যক্তি মনে করছেন বোর্ড এবং নির্বাচকরা ” ।ফিঞ্চের অবসরের পর, ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথকে অধিনায়কত্বের জন্য প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হয়েছিল।

তবে শেষ পর্যন্ত প্যাট কামিন্স বেছে নেওয়া হয় দলের অধিনায়ক হিসাবে । পাশাপাশি পরের বছর ভারতে অনুষ্ঠিত ২০২৩ সালের আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপের আগে ৫০ ওভারের ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেবেন তিনি।

Image source-google